ধর্মবোধি
ধর্মবোধি (১০৫২-১১৬৮) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের অতিযোগ তত্ত্বের অভ্যন্তরবর্গ সম্বন্ধে একজন পণ্ডিত ছিলেন।
পরিবার
সম্পাদনাধর্মবোধি ১০৫২ খ্রিষ্টাব্দে তিব্বতের ইয়ার্লুং উপত্যকার থাংছুং নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার মাতা নাম ম্ত্শার-দ্গু-স্ক্যিদ-ব্দে (ওয়াইলি: mtshar dgu skyid bde) না 'ত্শার-দ্গু-গ্জা'-স্ক্যিদ (ওয়াইলি: 'tshar dgu gza' skyid) এই নিয়ে দ্বিমত রয়েছে। তার মাতা থাংছুং বৌদ্ধবিহারের ভিক্ষুণী ছিলেন এবং ব্ক্রা-শিস-গ্যুং-দ্রুং (ওয়াইলি: bkra shis g.yung drung) নামক ঐ স্থানের শাসকের জ্যৈষ্ঠ পুত্র কর্তৃক ধর্ষিতা হয়েছিলেন।[১]
শিক্ষা
সম্পাদনাযৌবনে ধর্মবোধি শিক্ষার্থীর শপথ গ্রিহণ করেন এবং তখন তার নাম রাখা হয় ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: tshul khrims rgyal mtshan)। এরপর তিনি দোল-পো-'ত্শার-'ত্শুর (ওয়াইলি: dol po 'tshar 'tsur) নামক স্থানে ফা-দাম-পা-সাংস-র্গ্যাস নামক বিখ্যাত ছেদ সাধকের নিকট চৌদ্দ মাস শিক্ষাগ্রহণ করেন। পঁয়ত্রিশ বছর বয়সে তিনি ফুগ-পো-ছে (ওয়াইলি: phug po che) নামক স্থানে স্বা-স্গোম-য়ে-শেস-ব্যাং-ছুব (ওয়াইলি: sba sgom ye shes byang chub) নামক বৌদ্ধ ভিক্ষুর নিকট অতিযোগ তত্ত্বের অভ্যন্তরবর্গ সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। এছাড়াও তিনি বৌদ্ধ সাধিকা মা-গ্চিগ-লাব-স্গ্রোনের নিকট ছেদ সাধনা এবং বিখ্যাত পণ্ডিত স্গাম-পো-পা-ব্সোদ-নাম্স-রিন-ছেনের নিকট নারো পার ছয় যোগ সম্বন্ধে শিক্ষাগ্রহণ করেন। তিনি এরপর বাকি জীবন অভ্যন্তরবর্গ সম্বন্ধে শিক্ষাদান করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Garry, Ron (আগস্ট ২০০৭)। "Dzeng Dharmabodhi"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters।
আরো পড়ুন
সম্পাদনা- Dudjom Rinpoche. 2002. The Nyingma School of Tibetan Buddhism. Translated by Gyurme Dorje and Matthew Kapstein. Boston: Wisdom.
- Tarthang Tulku. 1975. Bringing the Teachings Alive. Cazadero, CA: Dharma Publishing.
- Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p 175 ff.