ধর্মবীর
ধর্মবীর ওবিই, আইসিএস (২০ জানুয়ারী ১৯০৬ - ১৬ সেপ্টেম্বর ২০০০) ছিলেন একজন ভারতীয় বেসামরিক কর্মচারী এবং রাজনীতিবিদ যিনি পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বীর ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।
ধর্মবীর | |
---|---|
৫ম মহীশূরের রাজ্যপাল | |
কাজের মেয়াদ ২৩ অক্টোবর ১৯৭০ – ১ ফেব্রুয়ারি ১৯৭২ | |
মুখ্যমন্ত্রী | বীরেন্দ্র পাতিল |
পূর্বসূরী | গোপাল স্বরূপ পাঠক |
উত্তরসূরী | মোহনলাল সুখদিয়া |
৫ম পশ্চিমবঙ্গের রাজ্যপাল | |
কাজের মেয়াদ ১ জুন ১৯৬৭ – ১ এপ্রিল ১৯৬৯ | |
মুখ্যমন্ত্রী | অজয় মুখোপাধ্যায় প্রফুল্লচন্দ্র ঘোষ |
পূর্বসূরী | পদ্মজা নাইডু |
উত্তরসূরী | দীপ নারায়ণ সিনহা (ভারপ্রাপ্ত) |
১ম হরিয়ানার রাজ্যপাল | |
কাজের মেয়াদ ১ নভেম্বর ১৯৬৬ – ১৪ সেপ্টেম্বর ১৯৬৭ | |
মুখ্যমন্ত্রী | বি ডি শর্মা বীরেন্দ্র সিং |
পূর্বসূরী | পদ প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী |
৭ম পাঞ্জাবের রাজ্যপাল | |
কাজের মেয়াদ ২৭ জুন ১৯৬৬ – ১ জুন ১৯৬৭ | |
মুখ্যমন্ত্রী | রাম কিষাণ জ্ঞানী গুরমুখ সিং মুসাফির গুরনাম সিং |
পূর্বসূরী | সর্দার উজ্জল সিং |
উত্তরসূরী | মেহর সিং (ভারপ্রাপ্ত) |
৮ম ভারতের ক্যাবিনেট সেক্রেটারি | |
কাজের মেয়াদ ১৮ নভেম্বর ১৯৬৪ – ২৭ জুন ১৯৬৬ | |
প্রধানমন্ত্রী | লাল বাহাদুর শাস্ত্রী গুলজারিলাল নন্দ (ভারপ্রাপ্ত) ইন্দিরা গান্ধী |
পূর্বসূরী | এস এস খেরা |
উত্তরসূরী | ডি এস জোশী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২০ জানুয়ারি ২০০৬ বিজনোর, যুক্তপ্রদেশ, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১৬ সেপ্টেম্বর ২০০০ নতুন দিল্লি, ভারত | (বয়স ৯৪)
দাম্পত্য সঙ্গী | দয়াবতী গঙ্গা |
সম্পর্ক | পুত্রবধূ রুচি ভিরা |
পিতামাতা | রাজা জ্বালা প্রসাদ, ভাগ্যতী দেবী |
প্রাক্তন শিক্ষার্থী | লন্ডন বিশ্ববিদ্যালয় মুইর সেন্ট্রাল কলেজ |
পুরস্কার | পদ্মবিভূষণ |
জীবনের প্রথমার্ধ
সম্পাদনারাজা জ্বালা প্রসাদ এবং ভাগ্যতি দেবীর পুত্র ধর্ম বীর ২০ জানুয়ারী ১৯০৬ সালে বিজনোরে জন্মগ্রহণ করেন। ১৯২৯ থেকে ১৯৩০ সালের মধ্যে স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে (বর্তমানে ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ স্কুল) আইসিএস পরীক্ষার জন্য লন্ডনে যাওয়ার আগে তিনি এলাহাবাদের মুইর সেন্ট্রাল কলেজে অধ্যয়ন করেন। তিনি ১৯৩০ [১] অক্টোবরে পরীক্ষায় উত্তীর্ণ হন এবং নভেম্বর মাসে ভারতে ফিরে আসেন।
তিনি ১৯৩২ সালে দয়াবতী গঙ্গারামকে বিয়ে করেন। তিনি উত্তর প্রদেশের একজন আবাসিক ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু ১৯৪১ সাল থেকে কেন্দ্রীয় ভারতীয় সরকারের বিষয়ে আরও বেশি জড়িত হয়ে পড়েন।
কর্মজীবন
সম্পাদনাতিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমদানির উপ-প্রধান নিয়ন্ত্রক হন এবং ১৯৪৫ সালে ভারতের টেক্সটাইল কমিশনার ছিলেন। তিনি ১৯৪৬ সালের নববর্ষ সম্মানে একজন ওবিই নিযুক্ত হন।[২]
স্বাধীনতার পর তিনি জওহরলাল নেহরুর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং ১৯৪৭ সালে ভারতীয় মন্ত্রিসভায় যুগ্ম সচিব ছিলেন। এরপর তিনি ১৯৫০-৫১ সালে জওহরলাল নেহরুর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি এবং ১৯৫১-৩ সালে লন্ডনে ভারতীয় হাইকমিশনারের বাণিজ্যিক উপদেষ্টা হন।
১৯৫৪ সালে, তিনি চেকোস্লোভাকিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত হন, যে ক্ষমতায় তিনি ১৯৫৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ভারতে ফিরে এসে তিনি ১৯৬২ সাল পর্যন্ত পুনর্বাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬২ সালে পূর্ত, আবাসন ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
১৯৬৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি দিল্লির প্রধান কমিশনার ছিলেন এবং তারপর ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সচিব ছিলেন এবং পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হন।
তিনি নিম্নলিখিত রাজ্যে গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন:
- পাঞ্জাব ও হরিয়ানা, ১৯৬৬-৬৭
- পশ্চিমবঙ্গ ১৯৬৭-৬৯
- কর্ণাটক (মহীশূর), ১৯৬৯-৭২
এবং ১৯৭৭-৮৩ জাতীয় পুলিশ কমিশনের চেয়ারম্যান ছিলেন। ধর্মবীর নভেম্বর ১৯৭৩ থেকে সেপ্টেম্বর ১৯৭৬ পর্যন্ত ভারত স্কাউটস এবং গাইডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পুরস্কার
সম্পাদনাতিনি ১৯৯৯ সালে ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণ, দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় বেসামরিক পুরস্কারে ভূষিত হন। তিনি ২০০০ সালের ১৬ সেপ্টেম্বর মারা যান।
পূর্বসূরী |
মহীশূরের রাজ্যপাল৷ | উত্তরসূরী |
পূর্বসূরী পদ্মজা নাইডু |
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ১৯৬৭–১৯৬৯ |
উত্তরসূরী দীপ নারায়ণ সিনহা |
পূর্বসূরী স্যার চান্দুলাল এম. ত্রিবেদী |
ভারত স্কাউটস অ্যান্ড গাইডের সভাপতি ১৯৭৩–১৯৭৬ |
উত্তরসূরী জগজীবন রাম |