ধর্মনগর রেলওয়ে স্টেশন
ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রেল স্টেশন
ধর্মনগর রেলওয়ে স্টেশন হল উত্তর ত্রিপুরা জেলার প্রধান রেলওয়ে স্টেশন, সেইসাথে ত্রিপুরা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন । এটি রাজ্যের প্রাচীনতম রেলওয়ে স্টেশন। এটি ধর্মনগর এবং জেলার কাছাকাছি শহরগুলিতে পরিষেবা দেয়৷স্টেশনটি ৩টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। প্ল্যাটফর্মটি ভালভাবে আশ্রিত নয়। এখানে পানি ও স্যানিটেশনসহ অনেক সুবিধার অভাব রয়েছে।[১][২][৩][৪]
ধর্মনগর রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | ধর্মনগর, উত্তর ত্রিপুরা জেলা, ত্রিপুরা ভারত |
স্থানাঙ্ক | ২৪°২২′১৩″ উত্তর ৯২°১০′১২″ পূর্ব / ২৪.৩৭০২° উত্তর ৯২.১৬৯৯° পূর্ব |
উচ্চতা | ২১ মিটার (৬৯ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তরপূর্ব সীমান্ত রেল |
প্ল্যাটফর্ম | ২ |
সংযোগসমূহ | অটো স্ট্যান্ড |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ (ভূমিগত) |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | নাই |
অন্য তথ্য | |
অবস্থা | একক ডিজেল চালিত রেলপথ |
স্টেশন কোড | DMR |
অঞ্চল | উত্তরপূর্ব সীমান্ত রেল |
বিভাগ | লামডিং রেল বিভাগ |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |
প্রধান ট্রেন
সম্পাদনা- ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস
- শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- আগরতলা-ধর্মনগর প্যাসেঞ্জার
- আগরতলা-শিলচর এক্সপ্রেস
- শিলচর-ধর্মনগর প্যাসেঞ্জার
- আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস
- বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা হামসফর এক্সপ্রেস
- আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট সুপারফাস্ট স্পেশাল
- দেওঘর-আগরতলা সাপ্তাহিক এক্সপ্রেস
- রানি কমলাপতি (ভোপাল)-আগরতলা সাপ্তাহিক এক্সপ্রেস
- আগরতলা-সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট স্পেশাল
- আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেস