দ্য সাউন্ড অব মিউজিক (চলচ্চিত্র)
দ্য সাউন্ড অব মিউজিক (ইংরেজি ভাষায়: The Sound of Music) ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। রজার্স ও হ্যামারস্টাইন রচিত গীতনাট্য অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রবার্ট ওয়াইজ এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুলি অ্যান্ড্রুজ। মূল চলচ্চিত্রের রচয়িতাও এই রজার্স ও হ্যামারস্টাইন। তাদের মূল গীতনাট্যের নামও ছিল দ্য সাউন্ড অব মিউজিক। এর চিত্রনাট্য রচনা করেছেন এর্নেস্ট লেহমান।
দ্য সাউন্ড অব মিউজিক | |
---|---|
পরিচালক | রবার্ট ওয়াইজ |
প্রযোজক | রবার্ট ওয়াইজ |
চিত্রনাট্যকার | এর্নেস্ট লেহমান |
কাহিনিকার | মারিয়া ফন ট্রাপ (অনুল্লেখ্য) |
উৎস | হাওয়ার্ড লিন্ডসে ও রাসেল ক্রোজ কর্তৃক দ্য সাউন্ড অব মিউজিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
চিত্রগ্রাহক | Ted D. McCord |
সম্পাদক | William H. Reynolds |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | 20th Century Fox |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৭৪ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৮.২ মিলিয়ন[১] |
আয় | $২৮৬.২ মিলিয়ন |
কুশীলব
সম্পাদনা- জুলি অ্যান্ড্রুজ - মারিয়া ফন ট্রাপ
- ক্রিস্টোফার প্লামার - গেয়র্গ ফন ট্রাপ
- এলিয়ানর পার্কার - বারোনেস এলসা ফন শ্রায়েডের
- রিচার্ড হেড্ন - মাক্স ডেটওয়াইলার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Solomon 1989, p. 254.
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে দ্য সাউন্ড অব মিউজিক সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য সাউন্ড অব মিউজিক (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে দ্য সাউন্ড অব মিউজিক
- অলমুভিতে দ্য সাউন্ড অব মিউজিক (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে দ্য সাউন্ড অব মিউজিক (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দ্য সাউন্ড অব মিউজিক (ইংরেজি)
- 'দ্য সাউন্ড অব মিউজিক' ইতিহাস - আরএনএইচ
- Original NY Times review
- The Sound of Music album - ডিস্কোগ্স (প্রকাশের তালিকা)
- দ্য সাউন্ড অব মিউজিক : Salzburg ১৯৬৪–২০১১