দ্য লর্ড অব দ্য রিংস (চলচ্চিত্র ধারাবাহিক)
(দ্য লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্র ত্রয়ী থেকে পুনর্নির্দেশিত)
দ্য লর্ড অফ দ্য রিংস চলচ্চিত্র ত্রয়ী (ইংরেজি ভাষায়: The Lord of the Rings film trilogy) বলতে পিটার জ্যাকসন পরিচালিত তিনটি চলচ্চিত্র কে বোঝায়। চলচ্চিত্র তিনটির প্রকৃত নাম হচ্ছে দ্য ফেলোশিপ অফ দ্য রিং, দ্য লর্ড অফ দ্য রিংস:দ্য টু টাওয়ার্স এবং দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং। ইংরেজ ঔপন্যাসিক জে আর আর টোকিয়েন রচিত মহাকাব্যিক রূপকথার উপন্যাস দ্য লর্ড অফ দ্য রিংস অবলম্বনে এই চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে।
দ্য লর্ড অফ দ্য রিংস | |
---|---|
পরিচালক | পিটার জ্যাকসন |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
উৎস | জে. আর. আর. টলকিন কর্তৃক দ্য লর্ড অফ দ্য রিংস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | হাওয়ার্ড শোর |
চিত্রগ্রাহক | অ্যান্ড্রু লেসনি |
সম্পাদক | জন গিলবার্ট (দ্য ফেলোশিপ অফ দ্য রিং) মাইকেল জে. হর্টন ইয়াবেজ ওলসন (দ্য টু টাওয়ার্স) জেইমি সেলকার্র (দ্য রিটার্ন অব দ্য কিং) |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | নিউ লাইন সিনেমা |
মুক্তি |
|
স্থিতিকাল |
|
দেশ | |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২৮১ মিলিয়ন[১] |
আয় | $২,৯১৭,৫০৬,৯৫৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Hobbit' Trilogy Has Cost $561 Million So Far"। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০১৩।