দ্য বাস্কেটবল ডায়েরিজ
দ্য বাস্কেটবল ডায়েরিজ (বাংলা: বাস্কেটবল ডায়েরি) লেখক ও সঙ্গীতজ্ঞ জিম ক্যারল রচিত ১৯৭৮ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি ক্যারলের ১২ থেক ১৬ বছর বয়সে রক্ষিত ডায়েরির সংকলন। নিউ ইয়র্ক সিটির পটভূমিতে রচিত বইয়ে ক্যারলে দৈনন্দিন জীবন, যৌন অভিজ্ঞতা, হাই স্কুলে বাস্কেটবল খেলোয়াড় হিসেবে তার জীবন, ১৪ বছর বয়স থেকে হিরোইনে আসক্তির কথা বর্ণিত হয়েছে।[১] বইটিকে কিশোর সাহিত্যের একটি ক্ল্যাসিক হিসেবে বিবেচনা করা হয়।[২]
লেখক | জিম ক্যারল |
---|---|
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
ধরন | স্মৃতিকথা, আত্মজীবনী |
প্রকাশক | টমবাকটু প্রেস (বলিনাস, ক্যালিফোর্নিয়া) |
প্রকাশনার তারিখ | জুলাই ৭, ১৯৭৮ |
মিডিয়া ধরন | মুদ্রণ (পেপারব্যাক) |
পৃষ্ঠাসংখ্যা | ২২৪ (পেঙ্গুইন, ১৯৮৭) |
আইএসবিএন | ০-১৪-০১০০১৮-০ |
813/.54 19 | |
এলসি শ্রেণী | PS3553.A7644 Z464 1988 |
পরবর্তী বই | ফোর্সড এন্ট্রিস: দ্য ডাউনটাউন ডায়েরিজ ১৯৭১–১৯৭৩ (১৯৮৭) |
সিক্যুয়াল
সম্পাদনাক্যারল পরবর্তীতে এই বইয়ের সিক্যুয়াল হিসেবে দ্য ডাউনটাউন ডায়েরিজ নামে আরেকটি বই লিখেন। সে বইয়ে মাদকাসক্তি ছাড়ার পর তার ক্যালিফোর্নিয়ার জীবন বিবৃত হয়েছে।
চলচ্চিত্র
সম্পাদনাদ্য বাস্কেটবল ডায়েরিজ বই থেকে ১৯৯৫ সালে একই নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়। ছবিটিতে ক্যারলের চরিত্রে অভিনয় করেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তার বন্ধু মাইকির ভূমিকায় অভিনয় করেন মার্ক ওয়ালবার্গ।[৩]
সূত্র তালিকা
সম্পাদনা- ↑ গ্রিমস, উইলিয়াম (সেপ্টেম্বর ১৪, ২০০৯)। "Jim Carroll, Poet and Punk Rocker Who Wrote 'The Basketball Diaries', Dies at 60"। নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
- ↑ প্রিস্টন, জশুয়া (ডিসেম্বর ৩, ২০১৩)। ""The Basketball Diaries" by Jim Carroll"। জেপিপ্রিস্টন। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
- ↑ "Film / The Basketball Diaries"। TVTropes। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- গুডরিডসে দ্য বাস্কেটবল ডায়েরিজ (ইংরেজি)
- অ্যামাজন.কমে দ্য বাস্কেটবল ডায়েরিজ (ইংরেজি)