দ্য বাংলাদেশ টাইমস

বাংলাদেশ টাইমস বাংলাদেশের এখন একটি বিলুপ্ত ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা।[][][] এটি সাংবাদিক ওবায়দুল হকের সভাপতিত্বে বাংলাদেশ টাইমস ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছিল।[] মাহবুব আনাম পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।[]

দ্য বাংলাদেশ টাইমস
ধরনদৈনিক সংবাদপত্র
প্রতিষ্ঠাতাশেখ ফজলুল হক মনি
প্রতিষ্ঠাকাল১৯৭৪
ভাষাইংরেজি

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশ টাইমস ১৯৭৪ সালে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠা করেছিলেন।[] ১৯৭৫ সালে, বাংলাদেশ টাইমস এবং ইত্তেফাক, দৈনিক বাংলা এবং বাংলাদেশ অবজার্ভারকে বাংলাদেশ সরকার জাতীয়করণ করে। জাতীয়করণকৃত চারটি বাদে সরকার সকল সংবাদপত্র নিষিদ্ধ করেছিল।[] ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে বাংলাদেশ অভ্যুত্থান ' খন্দকার মোশতাক আহমেদের সরকারকে স্বাগত জানিয়েছিল।[] হলিডে সম্পাদক এনায়েতউল্লাহ খান ১৯৭৫ সালে পত্রিকার সম্পাদক হন। খান পত্রিকায় শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে লিখতেন এবং জিয়াউর রহমান প্রশাসনে মন্ত্রীর দায়িত্ব পালন করতেন।[] ১৯৭৬ সালের মে মাসে, বাংলাদেশ টাইমস ফারাক্কা লং মার্চে বাংলাদেশের বৃহত্তম মিডিয়া কভারেজ হিসেবে সরবরাহ করেছিল।[১০] খান ১৯৭৬ সাল পর্যন্ত পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১১] দৈনিক বাংলা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য সংবাদপত্রের পাশাপাশি ১৯৭৭ সালে বাংলাদেশ টাইমস বন্ধ ছিল।[১২] ২০০৪ সালের মার্চ মাসে তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম বলেছিলেন, সরকার বেসরকারী ব্যবস্থাপনায় দৈনিক বাংলার পাশাপাশি পত্রিকাটি আবার চালু করার কথা ভাবছে।[১৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rafiqur Rahman wins Reuters best cameraman award"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  2. Chakravarti, S. R.; Narain, Virendra (১৯৮৬)। Bangladesh: Domestic politics (ইংরেজি ভাষায়)। South Asian Publishers। পৃষ্ঠা 121। আইএসবিএন 9788170030683। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  3. "Censorship in the true sense"www.dhakatribune.comঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  4. "Veteran journalist Obaidul Haque passes away"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  5. "13th death anniversary of Mahbub Anam today"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  6. Maniruzzaman, Talukder (২০০৩)। The Bangladesh revolution and its aftermath (ইংরেজি ভাষায়)। University Press। পৃষ্ঠা 172। আইএসবিএন 9789840510979। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  7. "Going after editors AL's old habit: Hafiz"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  8. "Bangabandhu: a forbidden name for 16yrs"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  9. "The ramifications of August 15, 1975"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  10. "Remembering A.Z.M. Enayetullah Khan"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  11. "Enayetullah's 2nd anniversary of death today"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  12. Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (২০১৩)। Historical Dictionary of the Bengalis (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 337। আইএসবিএন 9780810880245। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  13. "Dainik Bangla, Times will be republished, says Tariqul"দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। BSS। ১১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮