দ্য বাংলাদেশ টাইমস
বাংলাদেশ টাইমস বাংলাদেশের এখন একটি বিলুপ্ত ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা।[১][২][৩] এটি সাংবাদিক ওবায়দুল হকের সভাপতিত্বে বাংলাদেশ টাইমস ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছিল।[৪] মাহবুব আনাম পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৫]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
প্রতিষ্ঠাতা | শেখ ফজলুল হক মনি |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৪ |
ভাষা | ইংরেজি |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ টাইমস ১৯৭৪ সালে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠা করেছিলেন।[৬] ১৯৭৫ সালে, বাংলাদেশ টাইমস এবং ইত্তেফাক, দৈনিক বাংলা এবং বাংলাদেশ অবজার্ভারকে বাংলাদেশ সরকার জাতীয়করণ করে। জাতীয়করণকৃত চারটি বাদে সরকার সকল সংবাদপত্র নিষিদ্ধ করেছিল।[৭] ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে বাংলাদেশ অভ্যুত্থান ' খন্দকার মোশতাক আহমেদের সরকারকে স্বাগত জানিয়েছিল।[৮] হলিডে সম্পাদক এনায়েতউল্লাহ খান ১৯৭৫ সালে পত্রিকার সম্পাদক হন। খান পত্রিকায় শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে লিখতেন এবং জিয়াউর রহমান প্রশাসনে মন্ত্রীর দায়িত্ব পালন করতেন।[৯] ১৯৭৬ সালের মে মাসে, বাংলাদেশ টাইমস ফারাক্কা লং মার্চে বাংলাদেশের বৃহত্তম মিডিয়া কভারেজ হিসেবে সরবরাহ করেছিল।[১০] খান ১৯৭৬ সাল পর্যন্ত পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১১] দৈনিক বাংলা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যান্য সংবাদপত্রের পাশাপাশি ১৯৭৭ সালে বাংলাদেশ টাইমস বন্ধ ছিল।[১২] ২০০৪ সালের মার্চ মাসে তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম বলেছিলেন, সরকার বেসরকারী ব্যবস্থাপনায় দৈনিক বাংলার পাশাপাশি পত্রিকাটি আবার চালু করার কথা ভাবছে।[১৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rafiqur Rahman wins Reuters best cameraman award"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ Chakravarti, S. R.; Narain, Virendra (১৯৮৬)। Bangladesh: Domestic politics (ইংরেজি ভাষায়)। South Asian Publishers। পৃষ্ঠা 121। আইএসবিএন 9788170030683। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "Censorship in the true sense"। www.dhakatribune.com। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "Veteran journalist Obaidul Haque passes away"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "13th death anniversary of Mahbub Anam today"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ Maniruzzaman, Talukder (২০০৩)। The Bangladesh revolution and its aftermath (ইংরেজি ভাষায়)। University Press। পৃষ্ঠা 172। আইএসবিএন 9789840510979। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "Going after editors AL's old habit: Hafiz"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "Bangabandhu: a forbidden name for 16yrs"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "The ramifications of August 15, 1975"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "Remembering A.Z.M. Enayetullah Khan"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "Enayetullah's 2nd anniversary of death today"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (২০১৩)। Historical Dictionary of the Bengalis (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 337। আইএসবিএন 9780810880245। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।
- ↑ "Dainik Bangla, Times will be republished, says Tariqul"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। BSS। ১১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮।