দ্য ঢাকা নিউজ

পূর্ববঙ্গ থেকে প্রকাশিত প্রথম ইংরেজি পত্রিকা

দ্য ঢাকা নিউজ (ইংরেজি: Dacca News) ছিল পূর্ববঙ্গ থেকে প্রকাশিত প্রথম ইংরেজি পত্রিকা। এটি একটি সাপ্তাহিক ইংরেজি সংবাদপত্র ছিল। ১৮৫৬ সালের ১৮ এপ্রিল এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি ঢাকা প্রেস থেকে প্রকাশিত হতো, যার মালিকানা ছিল ইংরেজ, আর্মেনি এবং কাশ্মীরি সম্প্রদায়ের কয়েকজনের। এই পত্রিকাটির সম্পাদক ছিলেন আলেকজান্ডার ফর্বেস। তিনি ছিলেন একজন স্কটিশ নাগরিক।[][]

দ্য ঢাকা নিউজ
ধরনসাপ্তাহিক সংবাদপত্র
প্রকাশকঢাকা প্রেস
সম্পাদকআলেকজান্ডার ফর্বেস
প্রতিষ্ঠাকাল১৮ এপ্রিল ১৮৫৬

ইতিহাস এবং বিবরণ

সম্পাদনা

ঢাকা নিউজ পত্রিকাটি প্রতি শনিবার প্রকাশিত হতো। পত্রিকার অধিকাংশ খবরের বিষয় ছিল নীলচাষ ও নীলকর সংক্রান্ত। তাছাড়া চিঠিপত্র ও কিছু আঞ্চলিক কিছু খবরও থাকত। ঢাকা নিউজ-এর প্রতিসংখ্যার মূল্য ছিল দুআনা বা বার্ষিক চাঁদার হার আড়াই টাকা করে।[][] শুরুতে পত্রিকাটি ছিল ১ পৃষ্ঠার। পরে এটি বৃদ্ধি পেয়ে প্রথমে ৪ পৃষ্ঠা এবং আরও পরে ৮ পৃষ্ঠা হয়। এর সঙ্গে নিয়মিত ক্রোড়পত্র বের হতো। যার মুখ্য বিষয় ছিল চলতি বাজারদর। ঢাকা প্রেস থেকে পত্রিকাটি ছাপা হতো। ১৮৫৮ সালের ৩০ অক্টোবর পত্রিকা প্রকাশের ব্যবস্থাপনায় পরিবর্তন হয় এবং তেরো বছর প্রকাশনার পর ১৮৬৯ সালে এটি বন্ধ হয়ে যায়।[] কিছু কিছু ইতিহাসবিদ বলেছেন যে ঢাকা নিউজ পরবর্তীতে এর নাম পরিবর্তন করে বেঙ্গল টাইমস নামে প্রকাশনা শুরু করে।[] ঢাকা নিউজ-এর সম্পাদক আলেকজান্ডার ফর্বেস পরবর্তীকালে এই পত্রিকা ছেড়ে কলকাতার হরকরা পত্রিকার সম্পাদক হন। ঢাকা নিউজ পত্রিকাটি বরাবর নীলকরদের সমর্থন করত এবং তাদের স্বার্থ রক্ষা করে চলত। এর শিরোনামে এক সময় প্লান্টার্স জার্নাল কথাটিও ব্যবহৃত হতো।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মামুন, মুনতাসীর। ঢাকা: স্মৃতি-বিস্মৃতির নগরী। অনন্যা। পৃষ্ঠা ১১৭। আইএসবিএন 9844121043 
  2. সালাম, শেখ আব্দুস। "Newspapers of Dhaka : Then and Now" (ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  3. মুনতাসীর মামুন (২০১২)। "ঢাকা নিউজ, দি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. মামুন, মুনতাসীর (১৯৯৩)। ঢাকা: স্মৃতি-বিস্মৃতির নগরী (দ্বিতীয় সংস্করণ)। পৃষ্ঠা ৮৭–৮৮। আইএসবিএন 9840728202ওসিএলসি 30518044 
  5. "ঢাকার প্রথম পত্রিকা 'দ্য ঢাকা নিউজ'"। আমরা ঢাকা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩