ইয়োমিউরি শিমবুন

(দ্য ইয়োমিউরি শিমবুন থেকে পুনর্নির্দেশিত)

দ্য ইয়োমিউরি শিমবুন হল ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত জাপানি ভাষায় প্রকাশিত দৈনিক । জাপানি ভাষায় প্রকাশিত, দৈনিক আসাহি শিমবুন, দৈনিক মাইনিছি শিম্বুন, নিহন ক্যেযাই শিমবুন, এবং দৈনিক সানক্যেই শিমবুন-সহ অন্যান্য পত্রিকাসমুহের মধ্যে দ্য ইয়োমিউরি শিমবুন অন্যতম একটি[] যা বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক। এটি টোকিও,ওসাকা এবং ফুকুকা ছাড়াও জাপানের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে প্রকাশিত হয়।[]

ইয়োমিউরি শিমবুন
নভেম্বর ০২, ১৮৭৪-এ প্রকাশিত প্রথম সংখ্যা
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকইউমিউরি গ্রুপ
প্রতিষ্ঠাকাল১৮৭৪
রাজনৈতিক মতাদর্শরক্ষণশীল[]
সদর দপ্তরওটেমাছি, ছিয়্যদা, টোকিও, জাপান
প্রচলন6,677,827 (2022)
ওয়েবসাইটwww.yomiuri.co.jp

জাপানি গণমাধ্যমের জগতের নক্ষত্র প্রতিষ্ঠান ইয়োমিউরি গ্রুপ থেকে প্রকাশিত হয় দ্য শিববুন ।[] এর প্রধান কাযালয় গুলো জাপানের ওটিমাচি, চিওদা, টোকিওতে অবস্থিত। । বর্তমানে এর প্রধান ইয়োচি ফুনাবাসি । ২০০২ সালের জানুয়ারি থেকে সকাল সন্ধ্যা মিলিয়ে এক কোটির উপরে পত্রিক জাপানো হচ্ছে । আর ২০১১ সালে বছরে মাঝামাঝি সময়ে হিসাব করে দেখা যায়, সকাল-সন্ধ্যা মিলিয়ে এক কোটি ৩৫ লাখ পত্রিকা প্রকাশিত হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী এর প্রকাশ সংখ্যা ১ কোটি ২১ হাজার কপি । দিনে দুবার ছাপানোর পাশাপাশি এর বিভিন্ন স্থানীয় এডিশন প্রকাশিত হয় । ১৯৪৮ সালে পত্রিকাটি ইয়োমিউরি পুরস্কার ঘোষণা করে। দীর্ঘ এ পথচলায় অনেক পত্রিকা ঘোষণা করছে এশিয়া নিউজ নেটওর্য়াকের সদস্য ইয়োমিউরি শিমবুন।

এমনকি জাপানের অন্যতম অর্থনৈতিক পৃষ্ঠপোষক এ পত্রিকাটি। ১৯২৪সালে শোরিকি মাতসুতারো কোম্পানিটি ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পর পর পত্রিকাটির মোড় ঘুরিয়ে ফেলেন চমক প্রধ নিউজ কভারেজ, পুরোপৃষ্ঠাব্যাপী রেডিও অনুষ্ঠান গাইড যুক্ত করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Brooke, James. "Japan Hopes to Use Aid to Press North Korea to End A-Bomb Plan." The New York Times. 19 October 2002. Retrieved 26 February 2009.
  2. "組織体制 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ আগস্ট ২০০৯ তারিখে." Yomiuri Shimbun. Retrieved 5 March 2010.
  3. "Yomiuri printing factories (印刷工場)"। ৩১ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪ 
  4. "Overview of Yomiuri Group Power"। ১০ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা