দ্য আলাস্কা স্পটলাইট
দ্য আলাস্কা স্পটলাইট ১৯৫২ সালে আলাস্কার বর্তমান ভুখন্ড হতে প্রকাশিত প্রথম আফ্রিকান আমেরিকান সংবাদপত্র ছিল।[১] এটির প্রকাশনা যখন শুরু হয়েছিল আলাস্কা তখনো একটি রাজ্য ছিল না।[২] বরং 'টেরিটরি অব আলাস্কা' (১৯১২-১৯৫৯) নামে পরিচিত ছিল।[২] অ্যাংকারিজ হতে জর্জ সি. অ্যান্ডারসনের একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে পত্রিকাটির প্রকাশনা শুরু করেছিলেন।[১] ১৯৬০-এর দশক পর্যন্ত প্রকাশের পর এটি বন্ধ হয়ে যায়।[৩]
এড ওয়েসলি'র মতে, "জর্জ সি. অ্যান্ডারসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যাঙ্করেজ ডেইলি নিউজের জন্য লিনোটাইপ অপারেটর হিসাবে কাজ করতে এসেছিলেন।" ১৯৫২ সালে, তিনি আলাস্কা স্পটলাইট প্রতিষ্ঠা করেন। [৩] অ্যান্ডারসন পরবর্তীতে দ্য মিডনাইট সান রিপোর্টার (১৯৬২-১৯৬৬) নামে আরেকটি সংবাদপত্র শুরু করেছিলেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "About The Alaska spotlight. [online resource] (Anchorage, Alaska) 1952-19??"। Chronicling America। Library of Congress। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৭।
- ↑ ক খ স্মিথ ২০১২।
- ↑ ক খ গ ওয়েসলি ২০২০।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- স্মিথ, জেসি কারনি (২০১২)। Black Firsts: 4,000 Ground-Breaking and Pioneering Historical Events (ইংরেজি ভাষায়)। ভিজিবল ইঙ্ক প্রেস। আইএসবিএন 9781578593699।
- ওয়েসলি, এড (২০২০)। Black History in the Last Frontier। ন্যাশনাল পার্ক সার্ভিস।