দ্বেন-সা-পা-ব্লো-ব্জাং-দোন-গ্রুব
দ্বেন-সা-পা-ব্লো-ব্জাং-দোন-গ্রুব (তিব্বতি: མྷས་གྲུབ་དགེལེགས་དཔལ་བཟང་, ওয়াইলি: mkhas-grub dge legs dpal bzang) (১৫০৫-১৫৫৬) তিব্বতী বৌদ্ধধর্মের একজন বিখ্যাত বৌদ্ধ ভিক্ষু ছিলেন, মৃত্যুর পর পরবর্তীকালে পঞ্চম দলাই লামা যাকে দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের তৃতীয় পাঞ্চেন লামা রূপে চিহ্নিত করেন।
প্রথম জীবন
সম্পাদনাদ্বেন-সা-পা-ব্লো-ব্জাং-দোন-গ্রুব ১৫০৫ খ্রিষ্টাব্দে তিব্বতের গ্ত্সাং অঞ্চলের ল্হা-খুদ (ওয়াইলি: lha khud) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্সোদ-নাম্স-র্দো-র্জে (ওয়াইলি: bsod nams rdo rje) এবং তার মাতার নাম ছিল দ্পাল-'দ্জোম-স্ক্যিদ (ওয়াইলি: dpal 'dzom skyid)। জন্মের পর তার নাম রাখা হয় ম্গোন-পো-স্ক্যাব্স (ওয়াইলি: mgon po skyabs)। শৈশবে তিনি র্জে-স্ক্যাবস-ম্ছোগ-দ্পাল-ব্জাং (ওয়াইলি: rje skyabs mchog dpal bzang) নামক দ্বেন-সা বৌদ্ধবিহারের প্রধানের নিকট ধর্মশিক্ষা শুরু করেন। এগারো বছর বয়সে তিনি ছোস-'খোর-দ্বুস-স্দিংস (ওয়াইলি: chos 'khor dbus sdings) নামক বৌদ্ধবিহারে শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। এরপর তিনি দ্রেপুং বৌদ্ধবিহারে লাম-রিম সম্বন্ধে শিক্ষালাভ করেন। সতেরো বছর বয়সে তিনি ছোস-ক্যি-র্দো-র্জে নামক এক বৌদ্ধ পন্ডিতের নিকটে দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পার মহামুদ্রা এবং স্প্রুল-পা'ই-গ্লেগ্স-বাম-ছেন-মো (ওয়াইলি: sprul pa'i glegs bam chen mo) নামক মৌলিক গ্রন্থ সম্বন্ধে শিক্ষালাভ করেন। ছোস-ক্যি-র্জে-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: chos kyi rje blo gros rgyal mtshan) নামক বৌদ্ধভিক্ষুর নিকটে তিনি অতীশ দীপঙ্করের শিক্ষা, গুহ্যসমাজতন্ত্র ও অন্যান্য তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর তিনি পাদ-মা-'ওদ নামক স্থানে গুহায় সাধনা করতে যান।[১]
পরবর্তী জীবন
সম্পাদনাদ্বেন-সা-পা-ব্লো-ব্জাং-দোন-গ্রুব তার জীবনে সর্বপ্রথম শিক্ষাদান করেন পাদ-মা-'ওদ নামক স্থানে। পরবর্তীকালে তিনি মধ্য তিব্বতের বিস্তীর্ন অঞ্চলে ধর্মশিক্ষা দান করেন। তেত্রিশ বছর বয়সে তিনি দ্গে-'দুন-র্গ্যা-ম্ত্শোর নিকটে ভিক্ষুর শপথ গ্রহণ করেন। ব্ক্রা-শিস-ল্হুন-পো বৌদ্ধবিহারে তিনি লেগ্স-পা-দোন-গ্রুব (ওয়াইলি: legs pa don grub) নামক বৌদ্ধপন্ডিতের সঙ্গে বিভিন্ন গ্রন্থ রচনা করেন। এরপরে তিনি পান-ছেন-ব্যাং-ছুব-ব্লো-গ্রোস (ওয়াইলি: paN chen byang chub blo gros), ম্ঙ্গা'-রি-লো-ছেন-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: mnga' ri lo chen rnam rgyal) এবং লেগ্স-পা'ই-ব্লো-গ্রোসের নিকট শিক্ষালাভ করেন। সাংস-র্গ্যাস-য়ে-শেস ছিলেন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য শিষ্য।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Adams, Miranda (আগস্ট ২০০৭)। "The Third Paṇchen Lama, Wensapa Lobzang Dondrub"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-১৯।
আরো পড়ুন
সম্পাদনা- Willis, Janice D. 1995. Enlightened Beings: Life Stories from the Ganden Oral Tradition. Boston: Wisdom Publications.
- Willis, Janice D. 1985. “Preliminary Remarks on the Nature of rNam-thar: Early dGe-lugs-pa Siddha Biographies.” In Soundings in Tibetan Civilizations. Barbara Aziz and Matthew Kapstein, eds. Delhi: Manohar.
পূর্বসূরী ব্সোদ-নাম্স-ফ্যোগ্স-গ্লাং |
দ্বেন-সা-পা-ব্লো-ব্জাং-দোন-গ্রুব তৃতীয় পাঞ্চেন লামা |
উত্তরসূরী ব্লো-ব্জাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান |