দ্বিভাষিকতা (ব্যবহারিক)
এই নিবন্ধ বা অনুচ্ছেদটি পরিবর্ধন বা বড় কোনো পুনর্গঠনের মধ্যে রয়েছে। এটির উন্নয়নের জন্য আপনার যে কোনো প্রকার সহায়তাকে স্বাগত জানানো হচ্ছে। যদি এই নিবন্ধ বা অনুচ্ছেদটি কয়েকদিনের জন্য সম্পাদনা করা না হয়, তাহলে অনুগ্রহপূর্বক এই টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ২ সেকেন্ড আগে Sbb1413 (আলাপ | অবদান) এই নিবন্ধটি সর্বশেষ সম্পাদনা করেছেন। (হালনাগাদ) |
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
দ্বিভাষিকতা বলতে কেবল দুটি ভাষার প্রয়োগকে বোঝায়। এটি বহুভাষিকতার একটি উপশ্রেণি, যা একাধিক ভাষার প্রয়োগকে বোঝায়। বিশ্বের বেশিরভাগ দেশে দ্বিভাষিকতা প্রচলিত, আর তুলনায় কম দেশে একভাষিকতা বা ত্রিভাষিকতা প্রচলিত।
দেশ অনুযায়ী দ্বিভাষিকতা
সম্পাদনাদেশ | ভাষা | সরকারি মর্যাদা |
---|---|---|
আয়ারল্যান্ড | আইরিশ | জাতীয় ও সরকারি ভাষা |
ইংরেজি | সরকারি ভাষা | |
কানাডা | ইংরেজি | সরকারি ভাষা |
ফরাসি | সরকারি ভাষা | |
পাকিস্তান | উর্দু | সরকারি ভাষা |
ইংরেজি | সরকারি ভাষা | |
ফিনল্যান্ড | ফিনীয় | জাতীয় ও সরকারি ভাষা |
সুইডীয় | জাতীয় ও সরকারি ভাষা | |
ফিলিপাইন | ফিলিপিনো | জাতীয় ও সরকারি ভাষা |
ইংরেজি | সরকারি ভাষা | |
বেলারুশ | রুশ | সরকারি ভাষা |
বেলারুশীয় | সরকারি ভাষা | |
ভারত | হিন্দি | সরকারি ভাষা |
ইংরেজি | সরকারি ভাষা | |
মালয়েশিয়া | মালয় | জাতীয় ও সরকারি ভাষা |
ইংরেজি | সরকারি ভাষা | |
শ্রীলঙ্কা | সিংহলী | সরকারি ভাষা |
তামিল | সরকারি ভাষা | |
সাইপ্রাস | গ্রিক | সরকারি ভাষা |
তুর্কি | সরকারি ভাষা |
ভারত
সম্পাদনাকেন্দ্রীয় স্তরে ভারতের সরকারি ভাষা হিন্দি ও ইংরেজি। এছাড়া সংবিধানের অষ্টম তফসিলে ২২টি ভাষা স্বীকৃত। ভারতের কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা দুটি:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (ইংরেজি, হিন্দি)
- আসাম (অসমীয়া, বোড়ো)
- গুজরাত (গুজরাতি, হিন্দি)
- গোয়া (কোঙ্কণী, হিন্দি)
- দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (ইংরেজি, হিন্দি)
- দিল্লি (ইংরেজি, হিন্দি)
- পশ্চিমবঙ্গ (ইংরেজি, বাংলা)
- মিজোরাম (ইংরেজি, মিজো)
- লাদাখ (ইংরেজি, হিন্দি)