দ্বিভাষিকতা (ব্যবহারিক)

দ্বিভাষিকতা বলতে কেবল দুটি ভাষার প্রয়োগকে বোঝায়। এটি বহুভাষিকতার একটি উপশ্রেণি, যা একাধিক ভাষার প্রয়োগকে বোঝায়। বিশ্বের বেশিরভাগ দেশে দ্বিভাষিকতা প্রচলিত, আর তুলনায় কম দেশে একভাষিকতা বা ত্রিভাষিকতা প্রচলিত।

দেশ অনুযায়ী দ্বিভাষিকতা

সম্পাদনা
দ্বিভাষিক দেশসমূহ
দেশ ভাষা সরকারি মর্যাদা
  আয়ারল্যান্ড আইরিশ জাতীয় ও সরকারি ভাষা
ইংরেজি সরকারি ভাষা
  কানাডা ইংরেজি সরকারি ভাষা
ফরাসি সরকারি ভাষা
  পাকিস্তান উর্দু সরকারি ভাষা
ইংরেজি সরকারি ভাষা
  ফিনল্যান্ড ফিনীয় জাতীয় ও সরকারি ভাষা
সুইডীয় জাতীয় ও সরকারি ভাষা
  ফিলিপাইন ফিলিপিনো জাতীয় ও সরকারি ভাষা
ইংরেজি সরকারি ভাষা
  বেলারুশ রুশ সরকারি ভাষা
বেলারুশীয় সরকারি ভাষা
  ভারত হিন্দি সরকারি ভাষা
ইংরেজি সরকারি ভাষা
  মালয়েশিয়া মালয় জাতীয় ও সরকারি ভাষা
ইংরেজি সরকারি ভাষা
  শ্রীলঙ্কা সিংহলী সরকারি ভাষা
তামিল সরকারি ভাষা
  সাইপ্রাস গ্রিক সরকারি ভাষা
তুর্কি সরকারি ভাষা
 
সরকারি ভাষা অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ।

কেন্দ্রীয় স্তরে ভারতের সরকারি ভাষা হিন্দিইংরেজি। এছাড়া সংবিধানের অষ্টম তফসিলে ২২টি ভাষা স্বীকৃত। ভারতের কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা দুটি:

তথ্যসূত্র

সম্পাদনা