দ্বিতীয় মহম্মদ হামিদ খানজী
দ্বিতীয় মহম্মদ হামিদ খানজী (১৮২৮- ১৮৫১) জুনাগড় রাজ্যের সপ্তম নবাব ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাদ্বিতীয় মহম্মদ হামিদ খানজী জুনাগড় রাজ্যের ষষ্ঠ নবাব দ্বিতীয় মহম্মদ বাহাদুর খানজীর জ্যৈষ্ঠ পুত্র ছিলেন। ১৮৪০ খ্রিষ্টাব্দের ২৬শে মে পিতার মৃত্যু হলে মাতা দাদিবু বেগমের তত্ত্বাবধানে থেকে তিনি রাজ্য পরিচালনা করেন। ১৮৪১ খ্রিষ্টাব্দে তিনি দুই বার বিবাহ করেন। মাত্র তেইশ বছর বয়সে অত্যধিক মদ্যপানের দরুন তিনি মারা যান।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Christopher Buyers। "Junagadh, The Babi Dynasty"। www.royalark.net। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৫।
পূর্বসূরী দ্বিতীয় মহম্মদ বাহাদুর খানজী |
দ্বিতীয় মহম্মদ হামিদ খানজী জুনাগড় রাজ্যের সপ্তম নবাব |
উত্তরসূরী দ্বিতীয় মহম্মদ মহবত খানজী |