দ্বিতীয় নেপোলিয়ন

ফরাসি সম্রাট

নেপোলিয়ন ফ্রাসোয়া চার্লস জোসেফ বোনাপার্ট (২০ মার্চ ১৮১১ - ২২ জুলাই ১৮৩২), প্রিন্স ইম্পেরিয়াল, রোমের রাজা, ১৮১৪ থেকে অস্ট্রীয় আদালতে ফ্রাঞ্জ নামে পরিচিত, ১৮১৮ থেকে রেইচস্টেডের ডিউক নামে পরিচিত, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও তার দ্বিতীয় স্ত্রী অস্ট্রিয়ার মারি লুইসের পুত্র ছিলেন।[][]

দ্বিতীয় নেপোলিয়ন
লিওপোল্ড কসাই দ্বারা পোর্ট্রেট
ফরাসী সম্রাট (disputed)
1st reign4 April 1814 - 6 April 1814
(Non proclaimed)
পূর্বসূরিনেপোলিয়ন বোনাপার্ট
উত্তরসূরিLouis XVIII (as King of France)
2nd reign22 June 1815 – 7 July 1815
(Non proclaimed)
পূর্বসূরিনেপোলিয়ন বোনাপার্ট
উত্তরসূরিLouis XVIII (as King of France)
King of Rome
Tenure20 March 1811 – 4 April 1814
জন্ম(১৮১১-০৩-২০)২০ মার্চ ১৮১১
Tuileries Palace, প্যারিস, ফ্রান্স
মৃত্যু২২ জুলাই ১৮৩২(1832-07-22) (বয়স ২১)
Schönbrunn Palace, ভিয়েনা, Austria
সমাধি
পূর্ণ নাম
নেপোলিয়ন ফ্রাসোয়া চার্লস জোসেফ বোনাপার্ট
রাজবংশবোনাপার্ট
পিতানেপোলিয়ন বোনাপার্ট
মাতাঅস্ট্রিয়ার মারি লুইস
ধর্মক্যাথলিক চার্চ

নেপোলিয়ান যখন ৪ এপ্রিল ১৮১৪ সিংহাসন ত্যাগ করেন, তখন তিনি সম্রাট হিসেবে তার ছেলের নাম দেন। কিন্তু জোট অংশীদাররা নেপোলিয়নের উত্তরাধিকারী হিসেবে তার পুত্রকে স্বীকার করতে অস্বীকার করে। এইজন্য নেপোলিয়ন কয়েকদিন পরে নিঃশর্তভাবে পদ থেকে অবসর নিতে বাধ্য হয়। যদিও দ্বিতীয় নেপোলিয়ন আসলে ফ্রান্স শাসন করেনি, তবে তার বাবার পতনের পর তিনি সংক্ষিপ্তভাবে ফরাসি সাম্রাজ্যের নামমাত্র শাসক হয়েছিলেন। যখন তার খুড়তুত ভাই লুই-নেপোলিয়ন বোনাপার্ট ১৮৫২ সালে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য গড়ে পরবর্তী সম্রাট হন, তিনি দ্বিতীয় নেপোলিয়নের সংক্ষিপ্ত রাজত্ব স্বীকার করে নিজেকে তৃতীয় নেপোলিয়ন নাম দেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "NAPOLEON II - napoleon.org"napoleon.org (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৮ 
  2. Eibela.Com। "নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যু রহস্য"Eibela। ২০১৭-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৮ 
  3. "Napoleon II" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৮ 
  4. "ছেলেকে দেয়া নেপোলিয়নের শেষ উপহার নিলামে উঠছে"। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৮