দৌলতপুর সরকারি কলেজ, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলার সরকারি কলেজ
(দৌলতপুর সরকারি কলেজ , কুষ্টিয়া থেকে পুনর্নির্দেশিত)

দৌলতপুর সরকারি কলেজ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি সরকারি কলেজ। কলেজটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।[] ২০১৮ সালে কলেজটি সরকারি কলেজে উন্নীত হয়।[][]

দৌলতপুর সরকারি কলেজ
প্রাক্তন নাম
দৌলতপুর কলেজ
ধরনসরকারি
স্থাপিত১১ ডিসেম্বর ১৯৮৫; ৩৯ বছর আগে (1985-12-11)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
সভাপতিমোঃ হাসানুল আসকর
অধ্যক্ষমোঃ সাদিকুজ্জামান
অবস্থান,
২৪°০০′৩৫″ উত্তর ৮৮°৫২′২২″ পূর্ব / ২৪.০০৯৬৮৫৭° উত্তর ৮৮.৮৭২৮৩৪২° পূর্ব / 24.0096857; 88.8728342
ভাষাবাংলা
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ওয়েবসাইটwww.dpckushtia.edu.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

দৌলতপুর উপজেলায় কোনো কলেজ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ১৯৮৫ সালের ডিসেম্বর মাসের ১১ তারিখে দৌলতপুর কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠিত করেন।[]

কোর্স চালুর ইতিহাস

সম্পাদনা

১৯৮৮ সালে দৌলতপুর কলেজ ১৪৩ জন ছাত্র—ছাত্রী নিয়ে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পায় এবং ভালো ফলাফলের সাথে ৮০% ছাত্র—ছাত্রী কৃতকার্য হয়। এরপর দৌলতপুর কলেজকে ডিগ্রী পযার্য়ে উন্নীত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ, বিএসএস ও বিকম পাস কোর্স চালু করা হয়। ১৯৯১—৯২ শিক্ষাবর্ষের বিএ, বিএসএস ও বিকম এবং ১৯৯৩—৯৪ বিএসসি স্বীকৃতি লাভ করে। ২০০৫ সালে দৌলতপুর কলেজে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে দুটি ট্রেড চালু করা হয় বর্তমানে ৫টি ট্রেড চালু আছে। ২০০৭—০৮ শিক্ষাবর্ষে ৪টি বিষয়ে (সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা) সম্মান কোর্স চালু করা হয়। বর্তমানে ১২টি বিষয়ে উন্নীত করা হয়েছে। বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স কোর্স চালু করা রয়েছে।[][]

সরকারিকরণ

সম্পাদনা

দৌলতপুর কলেজ প্রতিষ্ঠার ৩৪ বছর পর ২০১৮ সালে কলেজটি একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারিকরণ হয় এবং দৌলতপুর কলেজ দৌলতপুর সরকারি কলেজ নাম ধারণ করে।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কলেজ সম্পর্কে"প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট - দৌলতপুর সরকারি কলেজ। ২০২৪-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০ 
  2. "২৭১টি বেসরকারি কলেজ কে সরকারিকরণের প্রজ্ঞাপন। (সংশোধিত)"মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন দৌলতপুর কলেজ (দিবা-নৈশ) সরকারিকণের প্রজ্ঞাপন" (পিডিএফ)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০ 
  4. "বিষয় সমূহের তালিকা"অনার্স এডমিশন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২০