দোছড়ি ইউনিয়ন

বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন

দোছড়ি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন

দোছড়ি
ইউনিয়ন
৪নং দোছড়ি ইউনিয়ন পরিষদ
দোছড়ি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
দোছড়ি
দোছড়ি
দোছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
দোছড়ি
দোছড়ি
বাংলাদেশে দোছড়ি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°২৭′২৫″ উত্তর ৯২°১৮′৪৯″ পূর্ব / ২১.৪৫৬৯৪° উত্তর ৯২.৩১৩৬১° পূর্ব / 21.45694; 92.31361 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলানাইক্ষ্যংছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ ইমরান
আয়তন
 • মোট১৭৬.১২ বর্গকিমি (৬৮.০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৮,০৫১
 • জনঘনত্ব৪৬/বর্গকিমি (১২০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট১৬.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দোছড়ি ইউনিয়নের আয়তন ৪৩,৫২০ একর (১৭৬.১২ বর্গ কিলোমিটার)।[] এটি নাইক্ষ্যংছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী দোছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ৯,৬৪৭ জন। এর মধ্যে ৭,৪১৯ জন মুসলিম, ২,০৬৫ জন বৌদ্ধ,১৫৪ জন খ্রিস্টান, ৫ জন হিন্দু এবং ৪ জন অন্যান্য ধর্মের অনুসারী।

অবস্থান ও সীমানা

সম্পাদনা

নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্য-পূর্বাংশ জুড়ে দোছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ১৩ কিলোমিটার।[] এ ইউনিয়নের পূর্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়ন, উত্তর-পূর্বে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন, উত্তর-পশ্চিমে বাইশারী ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন, পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন, দক্ষিণে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নমায়ানমারের রাখাইন প্রদেশ এবং দক্ষিণ-পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

দোছড়ি ইউনিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • উক্যজাই হেডম্যান পাড়া
  • তুলাতলী
  • জারুলিয়াছড়ি
  • ক্রোক্ষ্যং
  • গুরুন্নাকাটা
  • মামা ভাগিনার ঝিরি
  • কোলাচি
  • লেমুছড়ি
  • শিলঘাট
  • ডলুর ঝিরি
  • অলপাড়া
  • চিতার ঝিরি
  • মুরুং ঝিরি
  • ওয়াচ্ছাখালী
  • হরিণখাই
  • বাহির মাঠ
  • পাইনছড়ি
  • কালুরঘাট
  • ধর্মছড়া
  • আমঝিরি
  • ছাগলখাইয়া
  • ইলং পাড়া
  • মাংওয়া পাড়া
  • রেংবং পাড়া
  • মেনলে পাড়া
  • মেনরাও পাড়া
  • ওইবত পাড়া
  • কাইংপা পাড়া
  • লিয়াছু পাড়া
  • ম্যারো পাড়া
  • কুরিয়্যং পাড়া
  • ভাইচাং ত্রিপুরা পাড়া
  • আলিয়াং ঝিরি
  • মেথন পাড়া
  • পূরং পাড়া
  • ক্লিংটুই পাড়া
  • রেংক্রিম পাড়া
  • ইংলিং পাড়া
  • মানেপে পাড়া

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দোছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ১৬.২%।[] এ ইউনিয়নে ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[]
  • লেমুছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উক্যজাই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোলাচিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ক্রোক্ষ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাহির মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

দোছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল নাইক্ষ্যংছড়ি-দোছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

হাট-বাজার

সম্পাদনা

দোছড়ি ইউনিয়নের প্রধান হাট-বাজার হল দোছড়ি বাজার।[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ইমরান[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৯ 
  2. "এক নজরে নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  3. "পাড়ার সংখ্যা ওয়ার্ড ভিত্তিক - দোছড়ি ইউনিয়ন - দোছড়ি ইউনিয়ন"duwchariup.bandarban.gov.bd। ৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  4. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - দোছড়ি ইউনিয়ন - দোছড়ি ইউনিয়ন"duwchariup.bandarban.gov.bd 
  5. "হাটবাজার - নাইক্ষ্যংছড়ি উপজেলা - নাইক্ষ্যংছড়ি উপজেলা"naikhongchhari.bandarban.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮ 
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা