দৈনিক সময়ের আলো
দৈনিক সময়ের আলো বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২ মার্চ ২০১৯ সালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও প্রধামন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর হাতে উদ্বোধনের মধ্য দিয়ে এটি প্রথম প্রকাশিত হয়। ব্রডশিটের পাশাপাশি অনলাইন সংস্করণ ও ই-পেপার সংস্করণ রয়েছে। আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড পত্রিকাটি প্রকাশ করে।[১][২][৩]
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট ও অনলাইন সংস্করণ |
মালিক | আমিন মোহাম্মদ গ্রুপ |
প্রকাশক | গাজী আহমেদ উল্লাহ |
সম্পাদক | কমলেশ রায় (ভারপ্রাপ্ত) |
প্রতিষ্ঠাকাল | ২০১৯ |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামটর, ঢাকা। |
প্রচলন | ১ লাখ ৬১ হাজার ৮০৮ |
ওয়েবসাইট | দৈনিক সময়ের আলো |
পত্রিকার বিবরণ
সম্পাদনাদৈনিক সময়ের 'ব্রডশিট' আকারে মুদ্রিত হয়। এতে বাদামি নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার করা হয়। কলাম সংখ্যা ৮। অনলাইন সংস্করণের পাশাপাশি পত্রিকাটি চার রঙে মুদ্রিত ও ই-পেপার রয়েছে। নিয়মিত সংখ্যা ১২ পৃষ্ঠা। পত্রিকার মালিক ও প্রকাশক আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে গাজী আহমেদ উল্লাহ। ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়। [৪][৫][৬]
নিয়মিত আয়োজন
সম্পাদনাদৈনিক সময়ের আলোতে নিয়মিত আয়োজনে হিসেবে রয়েছে-
- খবর
- শহর-নগর
- সময়ের বাংলা
- আনন্দ সময়
- খেলা
- সম্পাদকীয়
- সাহিত্য
- ইসলামের আলো
প্রচার এবং পাঠকসংখ্যা
সম্পাদনাসময়ের আলোর প্রচার সংখ্যা ১লাখ ৬১ হাজার ৮০৮। [৭]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দৈনিক সময়ের আলো পত্রিকা প্রকাশনার উদ্বোধন"। একুশে টিভি। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯।
- ↑ "সাংবাদিকতার সুযোগ দিচ্ছে সময়ের আলো"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০১।
- ↑ "নতুন অনলাইন 'সময়ের আলো' উদ্বোধন || অন্য খবর"। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উদ্বোধন হলো জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকা"। Bangla TV (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০১।
- ↑ "দৈনিক সময়ের আলোর অনলাইন উদ্বোধন ও প্রতিনিধি সম্মেলন"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- ↑ "দৈনিক সময়ের আলো পত্রিকার শুভ উদ্বোধন"। The Dhaka Post (Bangla ভাষায়)। ২০১৯-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- ↑ "সারাদেশের পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (পিডিএফ)। বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। ১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪।