দেশ (রাগ)
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগ
দেশ রাগ হল এক প্রকার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের রাগ।[১][২] এটি খম্বাজ ঠাটের অন্তর্ভুক্ত।[৩] এতে আরোহণ ও অবরোহণ দুই নিষাদই ব্যবহৃত হয়।[৪]
ঠাট | খম্বাজ |
---|---|
ধরন | ঔড়ব-সম্পূর্ণ |
দিনের সময় | শেষ রাত, ১২–৩ |
আরহণ | নি সা রে, মা পা নি, সা |
অবরোহণ | সা নি ধা, পা ধা মা গা রে, পা মা গা, রে গা নি সা |
পকড় | রে, মা পা নি, সা রে নি ধা পা, মা গা রে |
বাদী | রে |
সমবাদী | পা |
প্রতিশব্দ | দেস |
সাদৃশ |
বিবরণ
সম্পাদনাদেশ রাগ ঔড়ব-সম্পূর্ণ প্রকৃতির। এর আরোহণে পাঁচটি স্বর ব্যবহৃত হয়, কিন্তু অবরোহণে সাতটি স্বরই ব্যবহৃত হয়। আরোহণে শুদ্ধ নিষাদ (ন) এবং অবরোহণে কোমল নিষাদ (ণ) ব্যবহৃত হয়। বাকি স্বরগুলো শুদ্ধ।
- আরোহণ: ন স র, মা প ন, র্স।
- অবরোহণ: র্স ণ ধ, প ধ ম গ র, প ম গ, র গ ন্ স।
- পকড়: র, ম প ন, র্স র ণ ধ প, ম গ র।
- বাদীস্বর: র
- সমবাদী: প
উল্লেখযোগ্য গান
সম্পাদনাকয়েকটি দেশাত্মবোধক গানের সুরে দেশ রাগ ব্যবহৃত হয়েছে। ভারতের জাতীয় সংগীত "বন্দে মাতরম" তন্মধ্যে অন্যতম।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নগরকার, সমর্থ (২৭ আগস্ট ২০১৫)। Raga Sangeet: Understanding Hindustani Classical Vocal Music। আইএসবিএন 978-1619273672।
- ↑ কাট্টে, তৃপ্তি (১০ জুন ২০১৩)। "Multiple Techniques for Raga Identification in Indian" (পিডিএফ)। International Journal of Electronics Communication and Computer Engineering। ৪ (৬)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০।
- ↑ রাও, বি. সুব্বা (১৯৯৬)। Raganidhi: A Comparative Study Of Hindustani And Karnatak Ragas. Volume Two (D to J)। মাদ্রাজ: সঙ্গীত আকাদেমি। পৃষ্ঠা ৬–৭।
- ↑ ভট্টাচার্য্য, শ্রীশচীন্দ্র নাথ (সেপ্টেম্বর ১৯৭৬)। রাগ বিন্যাস (প্রথম কলি)। এস, চন্দ্র এন্ড কোং।