দেশ (রাগ)

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগ

দেশ রাগ হল এক প্রকার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের রাগ[][] এটি খম্বাজ ঠাটের অন্তর্ভুক্ত।[] এতে আরোহণ ও অবরোহণ দুই নিষাদই ব্যবহৃত হয়।[]

দেশ
ঠাটখম্বাজ
ধরনঔড়ব-সম্পূর্ণ
দিনের সময়শেষ রাত, ১২–৩
আরহণনি সা রে, মা পা নি, সা
অবরোহণসা নি ধা, পা ধা মা গা রে, পা মা গা, রে গা নি সা
পকড়রে, মা পা নি, সা রে নি ধা পা, মা গা রে
বাদীরে
সমবাদীপা
প্রতিশব্দদেস
সাদৃশ

দেশ রাগ ঔড়ব-সম্পূর্ণ প্রকৃতির। এর আরোহণে পাঁচটি স্বর ব্যবহৃত হয়, কিন্তু অবরোহণে সাতটি স্বরই ব্যবহৃত হয়। আরোহণে শুদ্ধ নিষাদ (ন) এবং অবরোহণে কোমল নিষাদ (ণ) ব্যবহৃত হয়। বাকি স্বরগুলো শুদ্ধ।

  • আরোহণ: ন স র, মা প ন, র্স।
  • অবরোহণ: র্স ণ ধ, প ধ ম গ র, প ম গ, র গ ন্‌ স।
  • পকড়: র, ম প ন, র্স র ণ ধ প, ম গ র।
  • বাদীস্বর: র
  • সমবাদী: প

উল্লেখযোগ্য গান

সম্পাদনা

কয়েকটি দেশাত্মবোধক গানের সুরে দেশ রাগ ব্যবহৃত হয়েছে। ভারতের জাতীয় সংগীত "বন্দে মাতরম" তন্মধ্যে অন্যতম।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. নগরকার, সমর্থ (২৭ আগস্ট ২০১৫)। Raga Sangeet: Understanding Hindustani Classical Vocal Musicআইএসবিএন 978-1619273672 
  2. কাট্টে, তৃপ্তি (১০ জুন ২০১৩)। "Multiple Techniques for Raga Identification in Indian" (পিডিএফ)International Journal of Electronics Communication and Computer Engineering (৬)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০ 
  3. রাও, বি. সুব্বা (১৯৯৬)। Raganidhi: A Comparative Study Of Hindustani And Karnatak Ragas. Volume Two (D to J)। মাদ্রাজ: সঙ্গীত আকাদেমি। পৃষ্ঠা ৬–৭। 
  4. ভট্টাচার্য্য, শ্রীশচীন্দ্র নাথ (সেপ্টেম্বর ১৯৭৬)। রাগ বিন্যাস (প্রথম কলি)। এস, চন্দ্র এন্ড কোং।