দেবলা মিত্র
দেবালা মিত্র (১৪ ডিসেম্বর ১৯২৫ – ২ ডিসেম্বর ২০০৫) একজন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ। তিনি ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের (এএসআই) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম নারী প্রত্নতত্ত্ববিদ এএসআই প্রধান।
জন্ম ও প্রারম্ভিক জীবন
সম্পাদনাদেবলা মিত্র ১৯২৫ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে বাংলাদেশ) খুলনার আজগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা রাখালচন্দ্র পাল ও মাতা শৈলবালা দেবী। খুলনা গার্লস স্কুলে পড়াশোনা করেন। ১৯৪০ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করেন। অল্প বয়সেই তার বিবাহ হয় মোহনলাল মিত্রের সঙ্গে। সংসার কর্মের সঙ্গে তিনি অদম্য নিষ্ঠায় পড়াশোনা করেছেন। আই এ, বি এ ও প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়ে প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে এম এ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ খ্রিস্টাব্দে। ১৯৫০-৫২ খ্রিস্টাব্দে রিসার্চ স্কলার হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়েই কর্মরত থাকেন। ১৯৬৩ খ্রিস্টাব্দে তিনি তেলকুপির মন্দিরের উপর গবেষণা করে গ্রিফিথ পুরস্কার লাভ করেন। [১]
মিত্র ১৯৪০-এর দশকে এএসআই-তে যোগ দেন এবং ১৯৮১ সালে বি কে থাপারের মহাপরিচালক পদে অধিষ্ঠিত হওয়ার আগে এএসআই এর অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ১৭১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- "Obituary"। Purattatva (৩৩)। ২০০৩।
পূর্বসূরী বি. কে. থাপার |
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ মহাপরিচালক ১৯৮১ - ১৯৮৩ |
উত্তরসূরী এম. এস. নাগরাজ রাও |