দেওয়ান সিরাজুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা
দেওয়ান সিরাজুল হক
কুমিল্লা-৪ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ২৪ মার্চ ১৯৮২
পূর্বসূরীসিরাজুল হক (বাচ্চু মিয়া)
উত্তরসূরীআসন বিলুপ্তি
ব্যক্তিগত বিবরণ
জন্মব্রাহ্মণবাড়িয়া
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

দেওয়ান সিরাজুল হক বাংলাদেশের রাজনীতিবিদ যিনি তৎকালীন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।তিনি স্বেপ্টেম্বরের ৩ তারিখ ২০০২ সালে কোমায় থেকে স্ট্রোকের কারণে ঢাকা মডিকেলে মারা যান।

সম্পাদনা

প্রাথমিক জীবন

সম্পাদনা

দেওয়ান সিরাজুল হক ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

দেওয়ান সিরাজুল হক ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান সড়ক পরিবহন কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।[] তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][] ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ মজদুর ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. East Pakistan Labour Journal (ইংরেজি ভাষায়)। Labour Directorate, Government of East Pakistan.। ১৯৬৯। 
  2. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. The Election Archives (ইংরেজি ভাষায়)। Shiv Lal। ১৯৮১। 
  4. Countries, International Center for Public Enterprises in Developing (১৯৮০)। Workers' Self-management and Participation in Decision-making as a Factor of Social Change and Economic Progress in Developing Countries: Bangladesh, Malta, Peru, Yugoslavia (ইংরেজি ভাষায়)। ICPE।