দেওয়ান
দেওয়ান (ফার্সীঃ ديوان) ফার্সী শব্দ। ফার্সী হতে আসা শব্দটি আরবীতেও বহুল ব্যবহার হয়।এটা একটি ইরানি বংশীয় নাম। ফার্সী ভাষায় শব্দটির মূল অর্থ গ্রন্থ বা কাগজের বাঁধন। কর্মকর্তা এবং কার্য্যালয় অর্থেও শব্দটির ব্যবহার আছে। এটি সামন্ত রাজার (জমিদার) উপাধি হিসেবে ধরা হলেও আদতে এটি ছিল পদ বিশেষ — জমিদারি
রাজস্ব আদায়কারী জমিদার হতো। সুলতান জমিদারদের কয়েটা পরগণার মালিকানা হলে তাঁদের তাঁর অঞ্চলের 'দেওয়ান' পদে মননীতো করতেন[১]। জমিদারি এস্টেটের অধীনে থাকতো কয়েকটি একটা পরগনা,আবার পরগনার অধীনে থাকতো কিছু তালুকা, আবার প্রত্যেকটি তালুকার অধীনে থাকতো মৌজা বা গ্রাম। অঞ্চলের/সুবাহ প্রধান হল দেওয়ান/সুবাহদার, যাঁর অধীনে থাকতো পরগনা, তালুকা ও অন্তর্গত গ্রাম। [১] মোগল আমলে এই পদবিটি যুক্ত হয়। চাকলার অর্থসচিবদের এবং খাজনা আদায়কারীদের দেওয়ান বলা হতো। দেওয়ান বাংলাদেশ এবং ভারতে মুসলিম সহ সর্বধর্মের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
দেওয়ান পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তি
সম্পাদনা- দেওয়ান হাসন রাজা চৌধুরী
- দেওয়ান নাজিরউদ্দিন আহমদ চৌধুরী
- দেওয়ান মুহাম্মদ কেশর
- দেওয়ান আব্দুল কাইয়ুম চৌধুরী
- দেওয়ান আব্দুল মঈন চৌধুরী
- খান বাহাদুর দেওয়ান আব্দুর রহীম
- দেওয়ান মোহাম্মদ আজরফ
- দেওয়ান ফরিদ গাজী
- দেওয়ান মুজিবুর রহমান
- দেওয়ান মনরদ্দিন মাতব্বর
- দেওয়ান নয়ন হাজী
- দেওয়ান শাহাবুদ্দিন
- দেওয়ান হাজী নুর মুহাম্মদ
- দেওয়ান হোসেন আলী মুন্সি
- দেওয়ান চান সাহেব
- দেওয়ান আব্দুল মান্নাফ (রউফ)
- দেওয়ান আবির সেখ (প্রধান)
- দেওয়ান আব্দুল আজিজ
- দেওয়ান গিয়াস উদ্দিন আহমদ
- দেওয়ান রিয়াজ উদ্দিন
- দেওয়ান মফিজ উদ্দিন
- দেওয়ান আব্দুল্লাহ্ আল মামুন
- দেওয়ান মানিকচাঁদ
- বাঙালি মুসলমানদের পদবীসমূহ
- বাঙালি বৌদ্ধদের পদবীসমূহ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.etymonline.com/index.php?term=divan অনলাইন ইটিমোলজি ডিকশনারী