দেওঘর
দেওঘর (হিন্দি: देवघर, প্রতিবর্ণীকৃত: দেৱ্ঘর্) ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম শহর। এটি সাঁওতাল পরগনা বিভাগ এর দেওঘর জেলার সদর শহর। এটি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান। এখানে হিন্দু ধর্মের ১২ টি জ্যোতির্লিঙ্গের একটি (বৈদ্যনাথ মন্দির) অবস্থিত। শহরের পবিত্র মন্দিরসমূহ তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে শহরটিকে একটি গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও, শহরের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরত্ব রয়েছে।
দেওঘর | |
---|---|
শহর | |
স্থানাঙ্ক: ২৪°২৯′ উত্তর ৮৬°৪২′ পূর্ব / ২৪.৪৮° উত্তর ৮৬.৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
জেলা | দেওঘর জেলা |
সরকার | |
• ধরন | পৌরসংস্থা |
• শাসক | দেওঘর পৌরসংস্থা |
• জেলাশাসক ও জেলা কালেক্টর | শ্রী মঞ্জুনাথ ভজান্ত্রি আইএএস[১] |
• Senior Superintendent of Police | শ্রী সুভাষচন্দ্র জাট, আইপিএস[১] |
• মহকুমা শাসক | শ্রী দীনেশ কুমার যাদব, আইএএস[১] |
আয়তন | |
• মোট | ১১৯ বর্গকিমি (৪৬ বর্গমাইল) |
উচ্চতা | ২৫৪ মিটার (৮৩৩ ফুট) |
জনসংখ্যা (২০১১) | ২,০৩,১১৩ |
ভাষা | |
• সরকারি ভাষা | হিন্দি, ইংরেজি |
• আঞ্চলিক | দক্ষিণী মৈথিলী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
ডাক সূচক সংখ্যা | ৮১৪ ১১২ |
এরিয়া কোড | ০৬৪৩২ |
যানবাহন নিবন্ধন | জেএইচ-১৫ (JH-15) |
বিধানসভা কেন্দ্র | দেওঘর |
লোকসভা কেন্দ্র | গোড্ডা |
ওয়েবসাইট | deoghar |
ভূগোল উপাত্ত
সম্পাদনাদেওঘর ২৪.৪৮° উত্তর ও ৮৬.৭° পূর্বে অবস্থিত। সমুদ্র সমতল থেকে শহরটি ২২৫ মিটার উচ্চতায় অবস্থিত।[২] এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে ময়ূরাক্ষী নদী। নদীটি দেওঘর শহরের কাছে ত্রিকূট পাহাড় থেকে উৎপত্তিলাভ করেছে।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের ভারতের আদম শুমারি তথ্য অনুসারে দেওঘর শহরের জনসংখ্যা হল ২০৩১১৩ জন।এর মধ্যে ১৭.৬ শতাংশ জনসংখ্যা ৬ বছরের কম বয়স্ক।জনসংখ্যার বিচারে এটি ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্ত শহর।
পরিবহন
সম্পাদনাসড়ক পরিবহন
সম্পাদনাদেওঘর শহরটি রাঁচি, পাটনা,আসানসোল, কলকাতা ও জমশেদপুর শহরের সঙ্গে সড়ক পথে সরাসরি যুক্ত রয়েছে।এই শহর এর সঙ্গে রাজ্যের বিভিন্ন শহরের সঙ্গে বাস যোগাযোগ রয়েছে।
রেল পরিবহন
সম্পাদনাদেওঘর শহরে দুটি রেল স্টেশন রয়েছে। এই রেল স্টেশন দুটি হল দেওঘর রেল স্টেশন ও বৈদ্যনাথধাম রেল স্টেশন। দেওঘর রেল স্টেশন দুমকা ও বৈদনাথধাম রেল স্টেশন জাসিডি সঙ্গে যুক্ত। দেওঘর শহরের সঙ্গে রাঁচি,জামশেদপুর, কলকাতা, পাটনা, প্রভৃতি শহরের সঙ্গে রেল যোগাযোগ রয়েছে।
বিমানবন্দর
সম্পাদনাদেওঘর শহরের বিমান যোগাযোগ সম্পন্ন হয় রাঁচি, দুর্গাপুর, কলকাতা ও পাটনা বিমানবন্দরের মাধ্যমে। ঝাড়খণ্ড সরকার দেওঘর শহরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার ঘোষণা করেছে।[৩]
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Deoghar district - Deputy Commissioner"।
- ↑ "দেওঘর-শিমুলতলা-মধুপুর"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ০৮-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Deoghar airport"। দ্যা টেলিগ্রাফ। ১৫ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৮-০৮-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)