দূরপ্রাচ্য

(দূর প্রাচ্য থেকে পুনর্নির্দেশিত)

ইউরোপীয় ভাষ্যমতে দূরপ্রাচ্য হল একটি ভৌগোলিক অঞ্চল, যা পূর্বদক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি কিছু অংশে উত্তর এশিয়া ; বিশেষ করে রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণে কখনও কখনও দক্ষিণ এশিয়াকেও অন্তর্ভুক্ত করা হয়। ১৫ শতকের দিকে শব্দটি প্রথমে ইউরোপীয় ভূ-রাজনৈতিক আলোচনায় ব্যবহৃত হয় ; বিশেষ করে ব্রিটিশরা নিকট প্রাচ্যমধ্যপ্রাচ্য ছাড়িয়ে তিনটি "পূর্ব" এর মধ্যে অপরটিকে দূরপ্রাচ্য হিসাবে অভিহিত করে । একইভাবে ১৯শ এবং ২০ শতকের প্রথম দিকের কিং রাজবংশের সময় "Tàixī (泰西)" শব্দটি-আরববিশ্বের চেয়ে আরো পশ্চিমে–পশ্চিমা দেশগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়েছিল।[][][]

দূরপ্রাচ্য
দূরপ্রাচ্যের ভৌগলিক মানচিত্র ( কালো অংশ)
ধর্ম
দেশসমূহচীন রাশিয়া
গণপ্রজাতন্ত্রী চীন
   হংকং
   চীনা তাইপেই
   ম্যাকাও
 জাপান
 উত্তর কোরিয়া
 দক্ষিণ কোরিয়া
 মঙ্গোলিয়া
 তাইওয়ান

২০ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ইউরোপকেন্দ্রিক অর্থের কারণে এই শব্দটি আন্তর্জাতিক গণমাধ্যমের আউটলেটগুলিতে এই অঞ্চলের ব্যবহারের বাইরে ছড়িয়ে গেছে। সাংস্কৃতিক এবং জাতিগত পার্থক্যের কারণে কখনও কখনও রুশ দূরপ্রাচ্যকে বাদ দেওয়া হয়।[]

জনপ্রিয়করণ

সম্পাদনা

ঔপনিবেশিক যুগের পূর্বে পশ্চিম ইউরোপীয়দের মধ্যে দূরপ্রাচ্য মধ্যপ্রাচ্যের চেয়েও পূর্বের যেকোনো কিছুকে উল্লেখ করতে ব্যবহারের প্রচলন ছিল। ১৬ শতাব্দীতে পর্তুগালের রাজা ৩য় জন ভারতকে দূরপ্রাচ্যের একটি সমৃদ্ধ ও আকর্ষণীয় দেশ বলে অভিহিত করেছিলেন[] (পর্তুগিজ: Extremo Oriente )। এছাড়া শব্দটি ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে ব্রিটিশ ভারতের পূর্ব অঞ্চলের জন্য একটি কম্বল শব্দ হিসাবে জনপ্রিয় হয়েছিল।

১ম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপীয় ভূ-রাজনীতিতে নিকট প্রাচ্য বলতে উসমানীয় সাম্রাজ্যের তুলনামূলকভাবে নিকটবর্তী ভূমি; মধ্যপ্রাচ্য বলতে উত্তর-পশ্চিম-দক্ষিণ এশিয়ামধ্য এশিয়া এবং দূরপ্রাচ্য বলতে পশ্চিম প্রশান্ত মহাসাগরপূর্ব ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলিকে বোঝানো হত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "What is the Far East?"WorldAtlas (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪ 
  2. "AskOxford: Far East"web.archive.org। ২০০৭-০৯-২৯। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪ 
  3. "Where is the Middle East? The Near East? The Far East?"Dictionary.com (ইংরেজি ভাষায়)। ২০১২-০২-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪ 
  4. "Pdf" (পিডিএফ) 
  5. Robert Sewell (১৯০১)। A Forgotten Empire: Vijayanagar; A Contribution to the History of Indiaআইএসবিএন 9788120601253