দূরপ্রাচ্য
ইউরোপীয় ভাষ্যমতে দূরপ্রাচ্য হল একটি ভৌগোলিক অঞ্চল, যা পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি কিছু অংশে উত্তর এশিয়া ; বিশেষ করে রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণে কখনও কখনও দক্ষিণ এশিয়াকেও অন্তর্ভুক্ত করা হয়। ১৫ শতকের দিকে শব্দটি প্রথমে ইউরোপীয় ভূ-রাজনৈতিক আলোচনায় ব্যবহৃত হয় ; বিশেষ করে ব্রিটিশরা নিকট প্রাচ্য ও মধ্যপ্রাচ্য ছাড়িয়ে তিনটি "পূর্ব" এর মধ্যে অপরটিকে দূরপ্রাচ্য হিসাবে অভিহিত করে । একইভাবে ১৯শ এবং ২০ শতকের প্রথম দিকের কিং রাজবংশের সময় "Tàixī (泰西)" শব্দটি-আরববিশ্বের চেয়ে আরো পশ্চিমে–পশ্চিমা দেশগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়েছিল।[১][২][৩]
ধর্ম | |
---|---|
দেশসমূহ | রাশিয়া গণপ্রজাতন্ত্রী চীন হংকং চীনা তাইপেই ম্যাকাও জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া তাইওয়ান |
২০ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ইউরোপকেন্দ্রিক অর্থের কারণে এই শব্দটি আন্তর্জাতিক গণমাধ্যমের আউটলেটগুলিতে এই অঞ্চলের ব্যবহারের বাইরে ছড়িয়ে গেছে। সাংস্কৃতিক এবং জাতিগত পার্থক্যের কারণে কখনও কখনও রুশ দূরপ্রাচ্যকে বাদ দেওয়া হয়।[৪]
জনপ্রিয়করণ
সম্পাদনাঔপনিবেশিক যুগের পূর্বে পশ্চিম ইউরোপীয়দের মধ্যে দূরপ্রাচ্য মধ্যপ্রাচ্যের চেয়েও পূর্বের যেকোনো কিছুকে উল্লেখ করতে ব্যবহারের প্রচলন ছিল। ১৬ শতাব্দীতে পর্তুগালের রাজা ৩য় জন ভারতকে দূরপ্রাচ্যের একটি সমৃদ্ধ ও আকর্ষণীয় দেশ বলে অভিহিত করেছিলেন[৫] (পর্তুগিজ: Extremo Oriente )। এছাড়া শব্দটি ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে ব্রিটিশ ভারতের পূর্ব অঞ্চলের জন্য একটি কম্বল শব্দ হিসাবে জনপ্রিয় হয়েছিল।
১ম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপীয় ভূ-রাজনীতিতে নিকট প্রাচ্য বলতে উসমানীয় সাম্রাজ্যের তুলনামূলকভাবে নিকটবর্তী ভূমি; মধ্যপ্রাচ্য বলতে উত্তর-পশ্চিম-দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া এবং দূরপ্রাচ্য বলতে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও পূর্ব ভারত মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলিকে বোঝানো হত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "What is the Far East?"। WorldAtlas (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪।
- ↑ "AskOxford: Far East"। web.archive.org। ২০০৭-০৯-২৯। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪।
- ↑ "Where is the Middle East? The Near East? The Far East?"। Dictionary.com (ইংরেজি ভাষায়)। ২০১২-০২-২৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০৪।
- ↑ "Pdf" (পিডিএফ)।
- ↑ Robert Sewell (১৯০১)। A Forgotten Empire: Vijayanagar; A Contribution to the History of India। আইএসবিএন 9788120601253।