দুলাইয়ে দশনামী সন্ন্যাসী সম্প্রদায়
দুলাইয়ে দশনামী সন্ন্যাসী সম্প্রদায় [১] নেপালের ডাঙের বঙ্গুশ্রীর একটি দশনামী সম্প্রদায়। [২] তারা অনন্য হিন্দু সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান গ্রহণ করেছে। তারা আতিথেয়তার ব্যবসার জন্য বঙ্গশ্রীতে ভ্রমণ করেছিল বলে বিশ্বাস করা হয়, যেখানে তারা ভারত থেকে ফিরে আসা লোকদের সেবা করতেন। মূলত, পুরিস [৩][তথ্যসূত্র প্রয়োজন] দুলাইয়া নামে পরিচিত[তথ্যসূত্র প্রয়োজন] দশনামী সন্ন্যাসী সম্প্রদায়, যারা দুলাইয়া থেকে বঙ্গুশ্রীতে চলে আসেন [৪] ২০০ বছরেরও বেশি আগে।
দুলাইয়া দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ে প্রচলিত সাংস্কৃতিক ও আচার-অনুষ্ঠানের মধ্যে রয়েছে কুল পূজা, দেব পূজা, সেবান পূজা, দেবী পূজা ইত্যাদি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "dashnami sannyasin - Hinduism"।
- ↑ "Dashnami Sanyasi"। www.karma99.com।
- ↑ "Dasnami - Ten Names"। www.swamij.com।
- ↑ Banghushree