দুই পৃথিবী (২০১৫-এর চলচ্চিত্র)

২০১৫-এর এফ আই মানিক পরিচালিত বাংলাদেশী চলচ্চিত্র

দুই পৃথিবী হচ্ছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন এফ আই মানিক এবং প্রযোজনা ও পরিবেশনা করেছে সন্ধানী কথাচিত্র। এটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিক উজ জামান। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাসঅহনা রহমান। পাশাপাশি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলীরাজ, পারভীন সুলতানা দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা প্রমুখ। চলচ্চিত্রটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা[][][][][][]

দুই পৃথিবী
পরিচালকএফ আই মানিক
প্রযোজকসন্ধানী কথাচিত্র
চিত্রনাট্যকারএফ আই মানিক
কাহিনিকারমোহাম্মদ রফিক উজ জামান
শ্রেষ্ঠাংশে
প্রযোজনা
কোম্পানি
সন্ধানী কথাচিত্র
পরিবেশকসন্ধানী কথাচিত্র
মুক্তি
  • ৫ জুন ২০১৫ (2015-06-05)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়

সম্পাদনা

প্রযোজনা

সম্পাদনা

দুই পৃথিবী চলচ্চিত্রের চিত্রগ্রহণ শুরু হয় ২০১০ সালে কিন্তু মাঝে হঠাৎই বন্ধ হয়ে যায় এটির শুটিংয়ের কাজ। এরপর প্রায় ৫ বছর পর ২০১৫ সালে আবারও শুরু হয় এর চিত্রগ্রহণের কাজ। ২০১৫ সালের ১২ মে ঢাকার বসুন্ধরা সিটিতে একটি গানের শুটিংয়ের মাধ্যমে শেষ এই চলচ্চিত্রের চিত্রায়ণের কাজ।

বাজারজাতকরণ ও মুক্তি

সম্পাদনা

২০১৫ সালের ২৭ মে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেইলার প্রকাশ করা হয়।[][]

প্রাথমিকদিকে চলচ্চিত্রটি ২০১৫ সালের ২৯ মে মুক্তি দেয়ার তারিখ নির্ধারণ করা হলেও,[] পরবর্তীতে ছবির প্রচারণা ও অন্যান্য দিক মাথায় রেখে পরিচালক এফ আই মানিক মুক্তির দিনক্ষণ পরিবর্তন করে তা পিছিয়ে ২০১৫ সালের ৫ জুন নির্ধারণ করেন।[]

মুক্তি

সম্পাদনা

চলচ্চিত্রটি ২০১৫ সালের ৫ জুন সারাদেশের ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dui Prithibi"ডেইলি সান (ইংরেজি ভাষায়)। ২২ মে ২০১৫। ২০২০-১০-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  2. "শাকিবের নতুন নায়িকা অহনা"বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  3. "শাকিব-অপু-অহনা'র 'দুই পৃথিবী' ৫ জুন"চ্যানেল আই অনলাইন। ২৬ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  4. "মুক্তি পেছালো 'দুই পৃথিবী'র"রাইজিং বিডি ডটকম। ২৬ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  5. "মুক্তি পাচ্ছে শাকিব-অপুর নতুন ছবি দুই পৃথিবী"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  6. "তিন বছর পর 'দুই পৃথিবী'"সমকাল। ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  7. "প্রকাশিত হলো 'দুই পৃথিবী' সিনেমার ট্রেইলার (ভিডিও)"রাইজিং বিডি ডটকম। ৩০ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  8. "'দুই পৃথিবীর' ট্রেইলার ইউটিউবে (ভিডিওসহ)"চ্যানেল আই অনলাইন। ৩১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  9. "দুই পৃথিবী | বিনোদন প্রতিদিন"দৈনিক ইত্তেফাক। ২১ মে ২০১৫। ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 
  10. "মুক্তি পেল অহনার 'দুই পৃথিবী' | বিনোদন প্রতিদিন"দৈনিক ইত্তেফাক। ৬ জুন ২০১৫। ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা