দুঃশলা

মহাভারতের চরিত্র

দুঃশলা (সংস্কৃত: दुश्शल, প্রতিবর্ণীকৃত: Duśśalā) ছিলেন হস্তিনাপুরের রাজকুমারী, এবং হিন্দু মহাকাব্য মহাভারতে রাজা ধৃতরাষ্ট্র ও রাণী গান্ধারীর একমাত্র কন্যা।[] তিনি তার কৌরব ভ্রাতাগণ এবং তার পৈতৃক সৎ ভাই যুযুৎসুর জন্মের পরে জন্মগ্রহণ করেছিলেন। সিন্ধুর রাজা জয়দ্রথের সাথে তার বিয়ে হয়। সে তার মায়ের মতোই খুব সুন্দর ছিল। সবচেয়ে পরাক্রমশালী সাম্রাজ্যের একমাত্র রাজকন্যা হওয়ার কারণে, তিনি রাজপরিবারের সকল সদস্যদের বিশেষ করে তার বড় ভাই দুর্যোধনের খুব প্রিয় ছিলেন।[][] দুঃশলার পুত্রের নাম সুরথ এবং মেয়ের নাম ছিল রোশনি।[]

দুঃশলা
দুঃশলার একটি অলঙ্করণ
পরিবারগান্ধারীধৃতরাষ্ট্র (পিতামাতা)
দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ এবং অন্যান্য ৯৭ ভাই
যুযুৎসু (সৎ ভাই)
দাম্পত্য সঙ্গীজয়দ্রথ
সন্তানসুরথ (পুত্র), রোশনি (কন্যা)

কিংবদন্তি

সম্পাদনা

জয়দ্রথ যখন দ্রৌপদীকে অপহরণ ও শ্লীলতাহানি করার চেষ্টা করেন এবং ব্যর্থ হন, তখন কিছু পাণ্ডব তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু দুঃশলাকে বিধবা হতে বাধা দেওয়ার জন্য যুধিষ্ঠিরের অনুরোধে, তারা তাকে ছেড়ে দেন, কেবল তার মস্তক মুণ্ডন করে দেন। পরবর্তীতে, জয়দ্রথ তার জিঘাংসা মেটানোর জন্য কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের পুত্র অভিমন্যুকে হত্যা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু অর্জুন কৃষ্ণের সহায়তায় তার শিরচ্ছেদ করেন।[]

পরে, অশ্বমেধ যজ্ঞের সময়, পাণ্ডবদের ঘোড়া সিন্ধুতে এসেছিল, যা তখন শাসিত হচ্ছিল দুঃশলা পুত্র সুরথ কর্তৃক। অর্জুনের সাথে লড়াই করার সম্ভাবনা দেখে আতঙ্কিত সুরথ আত্মহত্যা করে দুঃশলা যুদ্ধক্ষেত্রে আসে, এবং সুরথের শিশু পুত্রকে নিয়ে কাঁদছিল, যা অর্জুনের হৃদয় ভেঙে দেয়। অর্জুন শিশুটিকে সিন্ধুর রাজা ঘোষণা করলেন[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. www.wisdomlib.org (২০১৭-০৬-২৮)। "Dushshala, Duśśalā, Duśśala: 3 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৯ 
  2. Mani 1975, পৃ. 263।
  3. "Unveiling the secret of Duhsala, the only sister of 100 Kaurava Brothers"Detechter। ২০১৭-১০-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৬ 
  4. www.wisdomlib.org (২০১৯-০১-২৮)। "Story of Duśśalā"www.wisdomlib.org। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৯ 
  5. Mani, Vettam (১৯৭৫)। Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature। Motilal Banarsidass। পৃষ্ঠা 263। আইএসবিএন 978-0-8426-0822-0 
  6. Shalom, Naama (২০১৭-০৩-২৭)। Re-ending the Mahabharata: The Rejection of Dharma in the Sanskrit Epic। SUNY press। আইএসবিএন 978-1-4384-6501-2