দীবামাড়ি রাজ্য

(দিবামাড়ি রাজ্য থেকে পুনর্নির্দেশিত)

দীবামাড়ি রাজ্য ছিল মালদ্বীপের ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম রাজ্য। রাজা শ্রী শ্রুদসারণাদিত্য সৌর রাজবংশ (আদিত্য বংশ) প্রতিষ্ঠা করেন এবং খ্রিস্টপূর্ব ২৬৯ এর পূর্বে রাজ্যের প্রথম রাজ হন। সৌর রাজবংশের শেষ রাণী শ্রীমতী দমহার কলিঙ্গ হতে আগত চান্দ্র বংশের (সোম রাজবংশ) রাজপুত্রের সঙ্গে বিবাহ করেন। এভাবে চান্দ্র রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়।[]

দীবামাড়ি রাজ্য

খ্রিস্টপূর্ব ২৬৯ এর পূর্বে[]–১১০০ খ্রিস্টাব্দের কাছাকাছি
প্রচলিত ভাষাএলু (প্রাথমিক ধিবেহি)
ধর্ম
বৌদ্ধধর্ম, হিন্দুধর্ম
সরকাররাজতন্ত্র
রাজা 
• খ্রিস্টপূর্ব ২৬৯ এর পূর্বে- অজানা (প্রথম)[]
শ্রী শ্রুদসারুণাদিত্য
• অজানা (১১০০ শতকের কাছাকাছি) (শেষ)
শ্রী বোবনা আনন্দ
ইতিহাস 
• উত্থান
খ্রিস্টপূর্ব ২৬৯ এর পূর্বে[]
• পতন
১১০০ খ্রিস্টাব্দের কাছাকাছি
উত্তরসূরী
থিমুগে রাজবংশ
বর্তমানে যার অংশ মালদ্বীপ

রাজ্যটি প্রথমদিকে দীবামাড়ি নামে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোক-প্রেরিত প্রতিনিধিদের সফরের সময় মালদ্বীপ দীবা মহল নামে পরিচিত হয়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Mohamed, Naseema। "First Settlers"Note on the Early History of the Maldives