দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা

দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা রংপুর বিভাগের দিনাজপুর জেলার একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৬৫ইং সালে স্থাপিত হয়।[][]

দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৬৫; ৫৯ বছর আগে (1965-01-01)
প্রতিষ্ঠাতামরহুম কলিম উদ্দিন আহমদ
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষমো. আব্দুল মুঈদ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
শিক্ষক ৩২ জন, কর্মচারী ৭ জন।
শিক্ষার্থী৮০০+
ঠিকানা
রাজবাটী, সদর, দিনাজপুর
, ,
বাংলাদেশ
ইআইআইএন১২০৭৮৭
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল

প্রতিষ্ঠাতা

সম্পাদনা

মরহুল কলিমউদ্দিন আহমদ।

প্রশাসনিক ইউনিট

সম্পাদনা

সুযোগ্য মুতাওয়াল্লী ও গভর্নিংবডির তত্তাবধানে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের অধীন মাদ্রাসাটি ইসলাম শিক্ষায় অবদান রাখছে।

মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস

সম্পাদনা

মরহুল কলিমউদ্দিন আহমেদের একমাত্র কন্যা নুরজাহান বেগম ১৯৬২ সালে অকালে মৃত্যুবরণ করলে, তার মেয়ের নামে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি একাই মাদ্রাসার জমি দান করেন। "নুরজাহান ওয়াকফ স্টেটের" অধীন এ মাদ্রাসা পরিচালিত হয়। মাদ্রাসাটি ১ জানুয়ারী, ১৯৬৫ সালে দাখিল পর্যায়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। মাদ্রাসাটি অল্প কয়েক বছরের মধ্যে আলিম, ফাযিল, কামিল শিক্ষা কার্যক্রম চালু হয়।[] মাদ্রাসাটির একাডেমিক কার্যক্রম শুরুর সাল হচ্ছে-দাখিল (১৯৬৬), আলিম (১৯৬৮)। দাখিল ও আলিম বিজ্ঞান ও মুজাব্বীদ বিভাগ চালু আছে। ফাযিল স্নাতক ও কামিল স্নাতকোত্তর হাদীস ও তাফসীর বিভাগ আছে।

জমির পরিমাণ

সম্পাদনা

মাদ্রাসাটি দিনাজপুর জেলা শহরে ২.৬৩ একর জমির উপর স্থাপিত। মাদ্রাসা চত্তর আছে-১.৪৪ একর এবং অন্যত্র ১.১৯ একর।[]

ভবনের বিবরণ

সম্পাদনা

শেখ রাসেল কম্পিউটার ল্যাবসহ মাদ্রাসাটিতে ৫টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি
  2. একাডেমিক ভবন-৩টি, ২টি দোতলা, ও ১টি একতলা।
  3. ছাত্রাবাস ভবন-১টি, ১৭টি কক্ষ।
  4. মসজিদ-১টি, দোতলা।
  5. ওজুখানা-১টি ।

অন্যান্য

সম্পাদনা
  1. ছাত্রাবাস ১টি।
  2. বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়া শ্রেনীকক্ষ-১টি
  3. পাঠাগার- ১টি []

প্রকাশনা

সম্পাদনা

শিক্ষক ও শিক্ষার্থী সংখ্যা

সম্পাদনা

মাদ্রাসায় ৩২ জন শিক্ষক ও ৭জন কর্মচারী এবং ৮০০+ জন ছাত্র-ছাত্রী আছে।

ছাত্রের জন্য সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।

সাংস্কৃতিক কর্মকাণ্ড

সম্পাদনা

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

সম্পাদনা

চিত্রশালা

সম্পাদনা
 
পূর্ব দিকের একাডেমিক ভবন
 
উত্তর দিকের একাডেমিক ভবন
 
পশ্চিম দিকে ২তলা মসজিদ
 
মাদ্রাসার মাঠের মাঝখানে প্রতিষ্ঠাতা মরহুম কলিমউদ্দিন আহমদের কবর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "NURJAHAN KAMIL MADRASAH"120787.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৫ 
  2. "Dinajpur Noor Jahan Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৫