দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা
দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসা রংপুর বিভাগের দিনাজপুর জেলার একটি আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯৬৫ইং সালে স্থাপিত হয়।[১][২]
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৬৫ |
প্রতিষ্ঠাতা | মরহুম কলিম উদ্দিন আহমদ |
অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান) |
অধ্যক্ষ | মো. আব্দুল মুঈদ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | শিক্ষক ৩২ জন, কর্মচারী ৭ জন। |
শিক্ষার্থী | ৮০০+ |
ঠিকানা | রাজবাটী, সদর, দিনাজপুর , , বাংলাদেশ |
ইআইআইএন | ১২০৭৮৭ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল |
প্রতিষ্ঠাতা
সম্পাদনামরহুল কলিমউদ্দিন আহমদ।
প্রশাসনিক ইউনিট
সম্পাদনাসুযোগ্য মুতাওয়াল্লী ও গভর্নিংবডির তত্তাবধানে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষের অধীন মাদ্রাসাটি ইসলাম শিক্ষায় অবদান রাখছে।
মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস
সম্পাদনামরহুল কলিমউদ্দিন আহমেদের একমাত্র কন্যা নুরজাহান বেগম ১৯৬২ সালে অকালে মৃত্যুবরণ করলে, তার মেয়ের নামে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি একাই মাদ্রাসার জমি দান করেন। "নুরজাহান ওয়াকফ স্টেটের" অধীন এ মাদ্রাসা পরিচালিত হয়। মাদ্রাসাটি ১ জানুয়ারী, ১৯৬৫ সালে দাখিল পর্যায়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। মাদ্রাসাটি অল্প কয়েক বছরের মধ্যে আলিম, ফাযিল, কামিল শিক্ষা কার্যক্রম চালু হয়।[১] মাদ্রাসাটির একাডেমিক কার্যক্রম শুরুর সাল হচ্ছে-দাখিল (১৯৬৬), আলিম (১৯৬৮)। দাখিল ও আলিম বিজ্ঞান ও মুজাব্বীদ বিভাগ চালু আছে। ফাযিল স্নাতক ও কামিল স্নাতকোত্তর হাদীস ও তাফসীর বিভাগ আছে।
জমির পরিমাণ
সম্পাদনামাদ্রাসাটি দিনাজপুর জেলা শহরে ২.৬৩ একর জমির উপর স্থাপিত। মাদ্রাসা চত্তর আছে-১.৪৪ একর এবং অন্যত্র ১.১৯ একর।[১]
ভবনের বিবরণ
সম্পাদনাশেখ রাসেল কম্পিউটার ল্যাবসহ মাদ্রাসাটিতে ৫টি ভবন আছে-
- প্রশাসনিক ভবন-১টি
- একাডেমিক ভবন-৩টি, ২টি দোতলা, ও ১টি একতলা।
- ছাত্রাবাস ভবন-১টি, ১৭টি কক্ষ।
- মসজিদ-১টি, দোতলা।
- ওজুখানা-১টি ।
অন্যান্য
সম্পাদনা- ছাত্রাবাস ১টি।
- বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়া শ্রেনীকক্ষ-১টি
- পাঠাগার- ১টি [১]
প্রকাশনা
সম্পাদনাশিক্ষক ও শিক্ষার্থী সংখ্যা
সম্পাদনামাদ্রাসায় ৩২ জন শিক্ষক ও ৭জন কর্মচারী এবং ৮০০+ জন ছাত্র-ছাত্রী আছে।
পোশাক
সম্পাদনাছাত্রের জন্য সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।
সাংস্কৃতিক কর্মকাণ্ড
সম্পাদনামাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনাচিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "NURJAHAN KAMIL MADRASAH"। 120787.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৫।
- ↑ "Dinajpur Noor Jahan Kamil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৫।