দিনাজপুর-৫
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(দিনাজপুর-৫ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
দিনাজপুর-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০নং আসন।
দিনাজপুর-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | দিনাজপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাদিনাজপুর-৫ আসনটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তাফিজুর রহমান | ৯৩,৫৭৬ | ৯৬.৭ | +৪০.৪ | |
ওয়ার্কার্স পার্টি | মোহাম্মদ আফসার আলী | ৩,২২৪ | ৩.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯০,৩৫২ | ৯৩.৩ | +৮০.৩ | ||
ভোটার উপস্থিতি | ৯৬,৮০০ | ২৭.২ | −৬৩.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তাফিজুর রহমান | ১,৬৪,৪১৯ | ৫৬.৩ | +১৩.২ | |
বিএনপি | এ. জেড. এম. রেজওয়ানুল হক | ১,২৬,৫২৯ | ৪৩.৩ | +২.৯ | |
ইসলামী আন্দোলন | মোঃ মোস্তাফিজার রহমান | ৯৬৮ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,৮৯০ | ১৩.০ | +১০.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,৯১,৯১৬ | ৯০.৯ | +৬.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তাফিজুর রহমান | ১,০৫,৩৩৭ | ৪৩.১ | +২.৮ | |
বিএনপি | এ. জেড. এম. রেজওয়ানুল হক | ৯৮,৮৮৩ | ৪০.৪ | +১৬.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোহাম্মদ মনছুর আলী সরকার | ৩৯,৭০৯ | ১৬.২ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | হাফেজ আলী | ২৯৬ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | আবু বক্কর সিদ্দিক | ২৭৯ | ০.১ | প্র/না | |
জাসদ | সামসুজ্জোহা সরকার | ১৭০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৪৫৪ | ২.৬ | −৯.৯ | ||
ভোটার উপস্থিতি | ২,৪৪,৬৭৪ | ৮৪.৪ | +৭.০ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তাফিজুর রহমান | ৭১,৩৬৩ | ৪০.৩ | -৫.৯ | |
জাতীয় পার্টি | আবুল ওয়াহাব সরকার | ৪৯,১৫৩ | ২৭.৭ | -০.৮ | |
বিএনপি | এ জে এম রেজওয়ানুল হক | ৪২,৮১১ | ২৪.১ | প্র/না | |
জামায়াতে ইসলামী | এম এ কাইয়ুম | ১২,৮২৭ | ৭.২ | -৪.৮ | |
জাকের পার্টি | খতিবর রহমান | ৭৪৭ | ০.৪ | -০.২ | |
জাসদ (রব) | মোজাফ্ফর হোসেন | ২৪৩ | ০.২ | +০.১ | |
স্বতন্ত্র | রবিউল আলম মুন্সি | ১৪১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২২,২১০ | ১২.৫ | −৫.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৭,২৮৫ | ৭৭.৪ | +১৪.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তাফিজুর রহমান | ৬৬,৫৩৩ | ৪৬.২ | |||
জাতীয় পার্টি | আবুল ওয়াহাব সরকার | ৪১,০৩৯ | ২৮.৫ | |||
জামায়াতে ইসলামী | এম কে কাইয়ুম | ১৭,২৬৫ | ১২.০ | |||
বিএনপি | সামসুদ্দিন আহমেদ | ১৩,৬২২ | ৯.৫ | |||
স্বতন্ত্র | মকবুল হোসেন | ১,২৩৩ | ০.৯ | |||
বাকশাল | খতিবর রহমান | ১,১০২ | ০.৮ | |||
জাকের পার্টি | রেজাউল আলম বুলবুল | ৯৩৫ | ০.৬ | |||
ওয়ার্কার্স পার্টি | মোজাম্মেল হোসেন সরকার | ৫০২ | ০.৩ | |||
স্বতন্ত্র | সামছুদ্দিন আহমেদ | ৪৬৯ | ০.৩ | |||
স্বতন্ত্র | মোহাম্মদ আফসার আলী | ৪১৪ | ০.৩ | |||
ইউসিএল | ইনার উদ্দিন মন্ডল | ২৪১ | ০.২ | |||
এনডিপি | মাহফুজুল ইসলাম | ২১৭ | ০.২ | |||
জাতীয় ঐক্য ফ্রন্ট | সাদেকাতুল বারী | ২০৩ | ০.১ | |||
জাসদ (সিরাজ) | হাফিজার রহমান | ১৭৪ | ০.১ | |||
জাসদ (রব) | গোলাম আশরাফুল প্রধান | ১৫১ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৪৯৪ | ১৭.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪৪,১০০ | ৬২.৯ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দিনাজপুর-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৮ম বারের মতো বিজয়ী মোস্তাফিজুর রহমান ফিজার"। deshrupantor.com। ২০২৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০১-১০।
- ↑ "Dinajpur-5"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে দিনাজপুর-৫