দিনাজপুর-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
দিনাজপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৮নং আসন।
দিনাজপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | দিনাজপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাদিনাজপুর-৩ আসনটি দিনাজপুর জেলার দিনাজপুর সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ইকবালুর রহিম | ৯৬,৩৪৯ | ৫৯.১ | +৫.৪ | |
ওয়ার্কার্স পার্টি | মাহমুদুল হাসান মানিক | ৩,৩২৭ | ১.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৩,০২২ | ৯৩.৩ | +৭৯.৮ | ||
ভোটার উপস্থিতি | ৯৯,৬৭৬ | ৩১.৭ | +৫৭.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ইকবালুর রহিম | ১,৪০,৯৩৪ | ৫৬.৪ | +১২.৯ | ||
বিএনপি | শফিউল আলম প্রধান | ১,০৭,৩৫৩ | ৪৩.০ | -৬.২ | ||
বিকল্পধারা | মো. আশরাফুল ইসলাম | ৬৩৮ | ০.৩ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | এ কে এম লফিজউদ্দিন চৌধুরী | ৬০৩ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৫৮১ | ১৩.৫ | +২.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,৪৯,৫২৮ | ৮৯.১ | +৫.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
খুরশীদ জাহান হক ২০০৬ সালের জুন মাসে মারা যান। শুন্য আসনটি পূরণ করতে বাংলাদেশ নির্বাচন কমিশন সেই বছরের ৭ সেপ্টেম্বর উপ-নির্বাচনের পরিকল্পনা করে। তবে উচ্চ আদালত এটিকে বাধা দেয়, এই জন্য যে এটি এখন সময়ের অপচয় হবে যেহেতু অক্টোবরের শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে পরবর্তী সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেয়া প্রয়োজন।[১০]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | খুরশীদ জাহান হক | ১,০২,৬৪০ | ৫১.৮ | +১৭.৮ | |
আওয়ামী লীগ | এম আবদুর রহিম | ৮০,৮১৪ | ৪০.৮ | +৮.১ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোখলেসুর রহমান | ১৩,৯৫২ | ৭.০ | প্র/না | |
বাংলাদেশ জনতা পার্টি | ফয়েজ উদ্দিন আহমেদ | ৪৫৯ | ০.২ | +০.১ | |
ওয়ার্কার্স পার্টি | মাহমুদুল হাসান মানিক | ২৯৩ | ০.২ | ০.০ | |
জাসদ | মো. আবদুল হাই | ১১৩ | ০.১ | -০.১ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৮২৬ | ১১.০ | +৯.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৮,২৭১ | ৮৩.৪ | +৪.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | খুরশীদ জাহান হক | ৫১,৮০২ | ৩৪.০ | +১২.৮ | ||
আওয়ামী লীগ | এম আবদুর রহিম | ৪৯,৮৫৭ | ৩২.৭ | প্র/না | ||
জাতীয় পার্টি | মোখলেসুর রহমান | ৩৪,৯৩১ | ২২.৯ | -০.১ | ||
জামায়াতে ইসলামী | মুজিবুর রহমান | ১৩,৩৯৬ | ৮.৮ | -৭.২ | ||
ইসলামী ঐক্য জোট | মো রুস্তম আলী | ৬০৭ | ০.৪ | প্র/না | ||
গণফোরাম | খতিবউদ্দিন আহমেদ | ৫৮৯ | ০.৪ | প্র/না | ||
জাসদ | এম গোলাম রহমান | ২৮৭ | ০.২ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | মো রফিকুল আমিন | ২৫৭ | ০.২ | প্র/না | ||
জাসদ (রব) | ইমামুল ইসলাম | ১৮৯ | ০.১ | -০.১ | ||
জাকের পার্টি | মো শেরেক উল্লাহ | ১৬৬ | ০.১ | -০.৪ | ||
স্বতন্ত্র | মো মোতাহার হোসেন | ১২৩ | ০.১ | প্র/না | ||
বাংলাদেশ জনতা পার্টি | ফয়েজ উদ্দিন আহমেদ | ৮১ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯৪৫ | ১.৩ | −১৩.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৫২,২৮৫ | ৭৮.৮ | +১৫.৮ | |||
বাকশাল থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বাকশাল | এম আবদুর রহিম | ৪৪,৭৮৪ | ৩৭.৮ | |||
জাতীয় পার্টি | মোখলেসুর রহমান | ২৭,৩১৮ | ২৩.০ | |||
বিএনপি | এম এ জলিল | ২৫,১০৯ | ২১.২ | |||
জামায়াতে ইসলামী | মো আবুল কাশেম | ১৮,৯৬৯ | ১৬ | |||
স্বতন্ত্র | আমজাদ হোসেন | ৭০৩ | ০.৬ | |||
জাকের পার্টি | এম এ তাওয়াব | ৫৫০ | ০.৫ | |||
জাতীয় গণতান্ত্রিক পার্টি | মো আমিনুল হক | ৩৯৪ | ০.৩ | |||
জাসদ (রব) | ইমামুল ইসলাম | ২৭৩ | ০.২ | |||
ফ্রিডম পার্টি | সৈয়দ জাকির হোসেন | ১৪৮ | ০.১ | |||
স্বতন্ত্র | মো. সিদ্দিকুর রহমান | ১২৭ | ০.১ | |||
জাসদ (সিরাজ) | মো. আবদুর রহিম সরকার | ৯৩ | ০.১ | |||
স্বতন্ত্র | সৈয়দ শরফত হোসেন | ৮৮ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৪৬৬ | ১৪.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৮,৫৫৬ | ৬৩.০ | ||||
জাতীয় পার্টি থেকে বাকশাল অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দিনাজপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Dinajpur-3"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৭ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ আদম, গনি (১৯ আগস্ট ২০০৬)। "By-elections to Dinajpuir-3 and Commilla-8 seats may not be held EC secretary"। bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে দিনাজপুর-৩