দিনাজপুর-১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

দিনাজপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬নং আসন।

দিনাজপুর-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাদিনাজপুর জেলা
বিভাগরংপুর বিভাগ
মোট ভোটার
  • ৩,৯২,৭১১ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৯৭,১৮৯
  • নারী ভোটার: ১,৯৫,৫২০
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা

সীমানা

সম্পাদনা

দিনাজপুর-১ আসনটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাকাহারোল উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

দিনাজপুর-১ আসনটি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সাংসদ রাজনৈতিক দল
১৯৭৩ কমরউদ্দিন আহম্মদ বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ জমির উদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ আব্দুল মালেক সরকার বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ আনিসুল হক চৌধুরী []
১৯৯১ মো. আমিনুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ সৈয়দ আহমেদ রেজা হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আব্দুর রৌফ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আব্দুল্লাহ আল কাফি জামায়াতে ইসলামী বাংলাদেশ
২০০৫ উপ-নির্বাচন মনোরঞ্জন শীল গোপাল স্বতন্ত্র
২০০৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ মো. জাকারিয়া জাকা স্বতন্ত্র

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০১০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন, ২০১৪: দিনাজপুর-১[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মনোরঞ্জন শীল গোপাল ১,২৪,৩১৪ ৮৩.৩ +২৬.৭
ওয়ার্কার্স পার্টি আব্দুল হক ২৪,৯৭৩ ১৬.৭ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯৯,৩৪১ ৬৬.৫ +৫২.৩
ভোটার উপস্থিতি ১,৪৯,২৮৭ ৪৯.০ −৪৩.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন, ২০০৮: দিনাজপুর-১[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মনোরঞ্জন শীল গোপাল ১,৪৩,০৯৭ ৫৬.৬
জামায়াতে ইসলামী বাংলাদেশ মোহাম্মদ হানিফ ১,০৭,১৬৮ ৪২.৪
কমিউনিস্ট পার্টি মোঃ আলতাফ হুসাইন ১,৫৯৬ ০.৬
ইসলামী আন্দোলন মোঃ জামাল উদ্দিন ৮৯৮ ০.৪
সংখ্যাগরিষ্ঠতা ৩৫,৯২৯ ১৪.২
ভোটার উপস্থিতি ২,৫২,৭৫৯ ৯২.৯
জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে আওয়ামী লীগ অর্জন করে

আব্দুল্লাহ আল কাফি ২০০৫ সালের ২২ সেপ্টেম্বরে মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়। ডিসেম্বর ২০০৫-এর উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল সংসদ সদস্য নির্বাচিত হন।[১০]

সাধারণ নির্বাচন ২০০১: দিনাজপুর-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী বাংলাদেশ আব্দুল্লাহ আল কাফি ৮৮,৬৬৯ ৪৪.৯ +৩১.৪
আওয়ামী লীগ আব্দুর রউফ চৌধুরী ৬০,১৯৭ ৩০.৫ -১১.৭
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট মনোরঞ্জন শীল গোপাল ৪০,৬২১ ২০.৬ প্র/না
জাসদ আব্দুল খালেক সরকার ৬,৮৪৮ ৩.৫ প্র/না
কমিউনিস্ট পার্টি মোঃ আলতাফ হোসেন ৭৬০ ০.৪ -০.১
স্বতন্ত্র আব্দুল মালেক সরকার ২৭৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,৪৭২ ১৪.৪ −৫.২
ভোটার উপস্থিতি ১,৯৭,৩৭৪ ৮৫.২ +৯.৪
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ অর্জন করে

১৯৯০-এর দশকে

সম্পাদনা
সাধারণ নির্বাচন, জুন ১৯৯৬: দিনাজপুর-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রউফ চেীধুরী ৬০,৬৮১ ৪২.২ -৬.১
বিএনপি সৈয়দ আহমেদ রেজা হোসাইন ৩২,৪৩৭ ২২.৫ +১০.৮
জাতীয় পার্টি মনোরঞ্জন শীল গোপাল ২৯,৫৮৩ ২০.৬ +১৩.৫
জামায়াতে ইসলামী বাংলাদেশ আব্দুল্লাহ আল কাফি ১৯,৪৬৩ ১৩.৫ -১৭.১
কমিউনিস্ট পার্টি মোঃ আলতাফ হুসাইন ৭৫৬ ০.৫ প্র/না
জাসদ (রব) মোঃ আব্দুল খালেক ৬৯০ ০.৫ প্র/না
বাংলাদেশ জনতা পার্টি মোঃ আহাদ আলী ২৮৩ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৮,২৪৪ ১৯.৬ +১.৯
ভোটার উপস্থিতি ১,৪৩,৮৯৩ ৭৫.৮ +১১.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন, ১৯৯১: দিনাজপুর-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোঃ আমিনুল ইসলাম ৫৬,১৯১ ৪৮.৩
জামায়াতে ইসলামী বাংলাদেশ আব্দুল্লাহ আল কাফি ৩৫,৫৯৮ ৩০.৬
বিএনপি মোঃ আব্দুল মান্নান ১৩,৬০৩ ১১.৭
জাতীয় পার্টি মোঃ আনিসুল হক ৮,২০৩ ৭.১
এনডিপি মনোরঞ্জন শীল গোপাল ২,১৯৪ ১.৯
জাসদ (রব) মোঃ আব্দুল খালেক ৩৩৮ ০.৩
জাকের পার্টি মোঃ নজরুল ইসলাম ২৩২ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ২০,৫৯৩ ১৭,৭
ভোটার উপস্থিতি ১,১৬,৩৫৯ ৬৩.৯
থেকে আওয়ামী লীগ অর্জন করে
  1. "দিনাজপুর-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "Dinajpur-1"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Manoranjan Shil Gopal (Ind) unofficially elected in Dinajpur-1 by poll"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা