দিনাজপুর-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
দিনাজপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬নং আসন।
দিনাজপুর-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | দিনাজপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সীমানা
সম্পাদনাদিনাজপুর-১ আসনটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনাদিনাজপুর-১ আসনটি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মনোরঞ্জন শীল গোপাল | ১,২৪,৩১৪ | ৮৩.৩ | +২৬.৭ | |
ওয়ার্কার্স পার্টি | আব্দুল হক | ২৪,৯৭৩ | ১৬.৭ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৯৯,৩৪১ | ৬৬.৫ | +৫২.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৯,২৮৭ | ৪৯.০ | −৪৩.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মনোরঞ্জন শীল গোপাল | ১,৪৩,০৯৭ | ৫৬.৬ | |||
জামায়াতে ইসলামী বাংলাদেশ | মোহাম্মদ হানিফ | ১,০৭,১৬৮ | ৪২.৪ | |||
কমিউনিস্ট পার্টি | মোঃ আলতাফ হুসাইন | ১,৫৯৬ | ০.৬ | |||
ইসলামী আন্দোলন | মোঃ জামাল উদ্দিন | ৮৯৮ | ০.৪ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,৯২৯ | ১৪.২ | ||||
ভোটার উপস্থিতি | ২,৫২,৭৫৯ | ৯২.৯ | ||||
জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে আওয়ামী লীগ অর্জন করে |
আব্দুল্লাহ আল কাফি ২০০৫ সালের ২২ সেপ্টেম্বরে মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়। ডিসেম্বর ২০০৫-এর উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল সংসদ সদস্য নির্বাচিত হন।[১০]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী বাংলাদেশ | আব্দুল্লাহ আল কাফি | ৮৮,৬৬৯ | ৪৪.৯ | +৩১.৪ | ||
আওয়ামী লীগ | আব্দুর রউফ চৌধুরী | ৬০,১৯৭ | ৩০.৫ | -১১.৭ | ||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | মনোরঞ্জন শীল গোপাল | ৪০,৬২১ | ২০.৬ | প্র/না | ||
জাসদ | আব্দুল খালেক সরকার | ৬,৮৪৮ | ৩.৫ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মোঃ আলতাফ হোসেন | ৭৬০ | ০.৪ | -০.১ | ||
স্বতন্ত্র | আব্দুল মালেক সরকার | ২৭৯ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৪৭২ | ১৪.৪ | −৫.২ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৭,৩৭৪ | ৮৫.২ | +৯.৪ | |||
আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ অর্জন করে |
১৯৯০-এর দশকে
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আব্দুর রউফ চেীধুরী | ৬০,৬৮১ | ৪২.২ | -৬.১ | |
বিএনপি | সৈয়দ আহমেদ রেজা হোসাইন | ৩২,৪৩৭ | ২২.৫ | +১০.৮ | |
জাতীয় পার্টি | মনোরঞ্জন শীল গোপাল | ২৯,৫৮৩ | ২০.৬ | +১৩.৫ | |
জামায়াতে ইসলামী বাংলাদেশ | আব্দুল্লাহ আল কাফি | ১৯,৪৬৩ | ১৩.৫ | -১৭.১ | |
কমিউনিস্ট পার্টি | মোঃ আলতাফ হুসাইন | ৭৫৬ | ০.৫ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ আব্দুল খালেক | ৬৯০ | ০.৫ | প্র/না | |
বাংলাদেশ জনতা পার্টি | মোঃ আহাদ আলী | ২৮৩ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,২৪৪ | ১৯.৬ | +১.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৩,৮৯৩ | ৭৫.৮ | +১১.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ আমিনুল ইসলাম | ৫৬,১৯১ | ৪৮.৩ | |||
জামায়াতে ইসলামী বাংলাদেশ | আব্দুল্লাহ আল কাফি | ৩৫,৫৯৮ | ৩০.৬ | |||
বিএনপি | মোঃ আব্দুল মান্নান | ১৩,৬০৩ | ১১.৭ | |||
জাতীয় পার্টি | মোঃ আনিসুল হক | ৮,২০৩ | ৭.১ | |||
এনডিপি | মনোরঞ্জন শীল গোপাল | ২,১৯৪ | ১.৯ | |||
জাসদ (রব) | মোঃ আব্দুল খালেক | ৩৩৮ | ০.৩ | |||
জাকের পার্টি | মোঃ নজরুল ইসলাম | ২৩২ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২০,৫৯৩ | ১৭,৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,১৬,৩৫৯ | ৬৩.৯ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
টীকা
সম্পাদনা- ↑ "দিনাজপুর-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Dinajpur-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Manoranjan Shil Gopal (Ind) unofficially elected in Dinajpur-1 by poll"। bdnews24.com (ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে দিনাজপুর-১