চর্যাপদ গ্রন্থে দারিক পার একটি পদ গৃহীত হয়েছে। কারও কারও মতে দারিক পা লুই পার শিষ্য। সে হিসাবে তাঁর সময়কাল অষ্টম শতকের শেষ ভাগ ও নবম শতকের প্রথমার্ধ। তাঁর চর্যাপদের ভাষা প্রাচীন বাংলা। অন্য মতে শালীপুত্রের রাজা ইন্দ্রপালই দারিক পা। তাঁর জন্মস্থান উরিষ্যার শালীপুত্র। তিনি পরে সিদ্ধ হন।

দারিক পা, নবম শতাব্দীর বৌদ্ধ মহাসিদ্ধ। সুস্পষ্ট স্বপ্ন দেখার ক্ষমতা অর্জনের পর, একটি সাধারণ প্রথম পর্যায়ে স্বপ্নে উড়ে যাওয়ার চেষ্টা করা হয়[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Holecek (2016), ch. 14.

আরো পড়ুন

সম্পাদনা