দায়ূদের তারকা
দায়ূদের তারকা (হিব্রু ভাষায়: מָגֵן דָּוִד, বাইবেলীয় ইব্রীয় Māḡēn Dāwīḏ [maːˈɣeːn daːˈwiːð], তিবিরীয় [mɔˈɣen dɔˈvið], আধুনিক ইব্রীয় [maˈɡen daˈvid], আশকেনাজি ইব্রীয় ও ইদ্দিশ [ˈmɔɡeɪn ˈdɔvid]; লাদিনো: Estreya de David) হল আধুনিক ইহুদি আত্মপরিচয় ও ইহুদিধর্মের একটি সাধারণভাবে স্বীকৃত প্রতীক।[১] এর আকৃতি একটি ষটকৌণিক তারকার ন্যায় যা দুটি সমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়।
ষটকোণের সাথে দায়ূদের তারকা বা দায়ূদের ঢাল পরিভাষার চিহ্নায়ণ ১৭শ শতকের দিকে চালু হয়। দায়ূদের ঢাল শব্দাবলি ইহুদি প্রার্থনাপুস্তক সিদ্দুরে ইস্রায়েলের ঈশ্বরের একটি উপাধি হিসাবে ব্যবহৃত হয়। সর্বাধিক লক্ষণীয়ভাবে তারকাটি ইসরায়েল রাষ্ট্রের জাতীয় পতাকার কেন্দ্রীয় প্রতীকরূপে ব্যবহৃত হয়।
অনৈহুদি থেকে ইহুদি ব্যবহার
সম্পাদনামেনোরা, যিহূদার সিংহ, শোফার ও লুলাভের বিপরীতে দায়ূদের তারকা কখনোই এককভাবে ইহুদি প্রতীক ছিল না।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jacob Newman; Gabriel Sivan; Avner Tomaschoff (১৯৮০)। Judaism A-Z। World Zionist Organization। পৃষ্ঠা 116।
- ↑ "The Flag and the Emblem", Israeli Ministry of Foreign Affairs, "Unlike the menora (candelabrum), the Lion of Judah, the shofar (ram's horn) and the lulav (palm frond), the Star of David was never a uniquely Jewish symbol."
হিব্রু বাইবেলের সাথে সম্পর্কিত বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |