দাওয়াতুল হক

দারুল উলুম দেওবন্দের ভূতপূর্ব ত্রৈমাসিক আরবি ম্যাগাজিন

দাওয়াতুল হক (আরবি: دعوة الحق) ছিল দারুল উলুম দেওবন্দ থেকে প্রকাশিত একটি জনপ্রিয় ত্রৈমাসিক আরবি ম্যাগাজিন।[][][] এটি ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান কিরানবি, যিনি একজন বিখ্যাত আরবি সাহিত্যিক ছিলেন। ত্রৈমাসিক দাওয়াতুল হক বন্ধ হওয়ার পর তিনি মাসিক আদ দাঈ চালু করেন।[] ম্যাগাজিনটি ভারতীয় উপমহাদেশে ইসলামি শিক্ষার প্রচার প্রসারে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিল।[]

দাওয়াতুল হক  
আগস্ট’১৯৬৮ সংখ্যার প্রচ্ছদ
বিষয়ইসলাম
ভাষাআরবি
সম্পাদকওয়াহিদুজ্জামান কিরানবি
প্রকাশনা বিবরণ
প্রকাশক

বর্ণনা

সম্পাদনা

শুরুতে ম্যাগাজিনটির পৃষ্ঠা সংখ্যা ছিল ৬৪, পরে বৃদ্ধি করা হয়। "আফকার আল খাওয়াতির" শিরোনামে এর সম্পাদকীয় প্রকাশিত হত।[] ম্যাগাজিনটির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল:

  • বিশুদ্ধ ইসলামি চেতনা সম্পর্কে মুসলিম উম্মাহর সচেতনতা সৃষ্টি করা।
  • ইসলামের সমালোচকদের থেকে ইসলামি আকিদা রক্ষা করা।
  • আরবি ভাষা ও সাহিত্যের প্রচার করা।
  • সমগ্র ভারতীয় উপমহাদেশ এবং আরব বিশ্বে ইসলামি সংস্কৃতির প্রচার ও প্রসার।

লক্ষ ও উদ্দেশ্য নিয়ে ম্যাগাজিনটি বহু বুদ্ধিভিত্তিক, ধর্মীয়, সামাজিক নিবন্ধ প্রকাশ করেছে যা দারুল উলুম দেওবন্দের আলেম, তাদের শিষ্য, আরবি ভাষা ও সাহিত্যের স্নাতকদের তাদের লেখা, গবেষণা এবং বিশ্লেষণী ক্ষমতার পরিচয় দেয়। ওয়াহিদুজ্জামান কিরানবি পর্যবেক্ষণ করেছিলেন দারুল উলুম দেওবন্দে আরবি ভাষা ও সাহিত্যের চেয়ে হাদিস ও ফিকাহর চর্চা বেশি হচ্ছে। আরবের পাঠকরা যাতে প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে জানতে পারে তাই তিনি এটি চালু করেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

উদ্ধৃতি

সম্পাদনা
  1. আরবি, জিকরুল্লাহ (২০১৯)। Contribution of Darul Uloom Deoband to Arabic Journalism With Special Reference of Al-Die [আদ দাঈ-এর বিশেষ উল্লেখ সহ আরবি সাংবাদিকতায় দারুল উলুম দেওবন্দের অবদান] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১১১–১১৫। hdl:10603/337869 
  2. নদভী, সরওয়ার আলম (২০০০)। Development of Arabic journalism in India after independence [স্বাধীনতার পর ভারতে আরবি সাংবাদিকতার বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: আরবি বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২১৮–২২৬। hdl:10603/57825 
  3. আলংগদন, আনিস (২০১৪)। Relocating Arabic language and literature with reference to Arabic journalism in India 1950 to 2000 [১৯৫০ থেকে ২০০০ ভারতে আরবি সাংবাদিকতার উল্লেখ সহ আরবি ভাষা ও সাহিত্যের বিকাশ] (গবেষণাপত্র)। ভারত: মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৬৫–১৬৭। hdl:10603/30548 
  4. আহমেদ, ফরিদ উদ্দিন (জুলাই ২০১৯)। "Arabic Journalism in India: its growth and development" [ভারতে আরবি সাংবাদিকতা : এর বৃদ্ধি এবং বিকাশ] (পিডিএফ)প্রতিধ্বনি (১): ৩১১–৩১২। আইএসএসএন 2278-5264। ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ 
  5. দেসাই, আহমদ (২০১৫)। Development Of Indo Arabic Literature And The Contribution Of Dr Sayeedur Rahman Al A Zmi Al Nadwi To Al Baas Al Islami [ইন্দো আরবি সাহিত্যের বিকাশ এবং আল বাসুল ইসলামিতে ডক্টর সাঈদুর রহমান আল আজামি আন নদভীর অবদান] (গবেষণাপত্র)। ভারত: গৌহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১০০–১০১। hdl:10603/93172 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা