দাইয়ুস
দাইয়ুস বা দাইউস (আরবি: دَيُّوث) হল আরবি-ধাতুমুল হতে আগত একটি পরিভাষা, যার দ্বারা এমন ব্যক্তিকে বোঝায়, যে তার আত্মীয় স্বজন বা দাম্পত্য সঙ্গীর আশালীন আচরণের ব্যাপারে উদাসীন বা সহনশীল। আরও স্পষ্টভাবে বললে এর দ্বারা এমন পুরুষকে বোঝায়, যার মধ্যে তার পরিবারের নারী সদস্যদের প্রতি পিতৃসম ও তার স্ত্রীর প্রতি পৌরুষেয় নিরাপত্তা প্রদানের যে অহংবোধ (গাইরাহ অর্থাৎ প্রতিরক্ষামূলক ঈর্ষা) তাতে তার ঘাটতি থাকে।[১][২] ইংরেজিতে শব্দটির বিভিন্নরকম প্রতিবর্ণীকরণ হয় এবং ইংরেজি ভাষায় এর পারিভাষিক শব্দ হল cuckold বা wittold (অসৎপতি)।[৩]
হাদিস
সম্পাদনাকুরআনে না, কিন্তু হাদিসে দাইয়ুস শব্দটির উল্লেখ রয়েছে,[৪]
নবী মুহাম্মদ (সাঃ) বলেন: "তিন শ্রেণির লোক জান্নাতে যাবেন না — মাতা-পিতার অবাধ্য সন্তান, পুরুষের বেশ ধারণকারী (চুলের ধরন কিংবা বস্ত্র পরিধানকারী) নারী/নেশাদার দ্রব্যে আসক্ত ব্যক্তি এবং দাইয়ুস (অর্থাৎ যে পুরুষ তার স্ত্রী-কন্যা-বোন-মা প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না, অথবা যে পুরুষের স্ত্রী-কন্যা-বোন-মা প্রমুখ অধীনস্থ নারীর কাছে পর-পুরুষ প্রবেশ করে, অথচ সে কিছুই মনে করে না; বরং চুপ থাকে, অথবা যে পুরুষ তার স্ত্রী-কন্যা-বোন-মা প্রমুখ অধীনস্থ নারীর অশ্লীল কাজকর্ম বা ব্যভিচারকে স্বাভাবিকভাবে গ্রহণ করে অথবা কোনরূপ বাধা না দিয়ে মৌন অবলম্বন করে।)।"
নবী মুহাম্মদ (সাঃ) বলেন: "তিন ধরনের মানুষের দিকে বিচার দিবসে আল্লাহ তাআলা তাকাবেন না। মাতা-পিতার অবাধ্য সন্তান, পুরুষের সদৃশ অবলম্বনকারী নারী এবং দাইয়ুস।"
— আহমাদ ২/৬৯,১২৮[৪], সুনানে নাসায়ি ২৫৬২, মিশকাতুল মাসাবিহ ৩৬৫৫, মুসতাদরাকে হাকেম, হাদিস নং: ২২৬
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sallo, Ibrahim Khidhir. "A Sociolinguistic Study of Sex Differences in Mosuli Arabic in Mosul-Iraq."
- ↑ Shahawi, Majdi Muhammad Ash (২০০৪)। Marital Discord - Causes & Cures (ইংরেজি ভাষায়)। Darussalam Publishers।
- ↑ Semerdjian, Elyse (২০১২-০৩-০১)। "'Because he is so tender and pretty': sexual deviance and heresy in eighteenth-century Aleppo"। Social Identities। 18 (2): 175–199। আইএসএসএন 1350-4630। ডিওআই:10.1080/13504630.2012.652844।
- ↑ ক খ Daglas, Iman (আগস্ট ২০০৪)। كنز المكنون (Kanz al-Maknun, Hidden treasure) (ইংরেজি ভাষায়)। Riyadh: Darussalam। পৃষ্ঠা 58। আইএসবিএন 978-9960-899-91-6। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২০।