দস্যু বনহুর
দস্যু বনহুর বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক রোমেনা আফাজ কর্তৃক সৃষ্ট একটি কথাচরিত্র। দস্যু বনহুর সিরিজে এই চরিত্রভিত্তিক নিয়ে শতাধিক (১৩৮টি) গোয়েন্দা কাহনী প্রকাশিত হয়েছে। ছোটবেলা নৌদূর্ঘটনায় চৌধুরী বাড়ীর ছেলে মনির হারিয়ে যায়, দস্যু সর্দার কালু খাঁ তাঁকে কুঁড়িয়ে পান ও পরবর্তিতে তাঁকে "দস্যু বনহুর" রুপে গড়ে তোলেন। গরীবের বন্ধু ও চোরাকারবারীদের চির শত্রু দস্যু বনহুর যেমন গরীবের কাছে ছিলেন সম্মানিত, তেমনি চোরাকারবারী ও সন্ত্রাসীদের কাছে ছিলেন যমদূতের মত। এই সিরিজের স্লোগান হচ্ছে 'সত্য ও ন্যায়ের প্রতীক দস্যু বনহুর'।
লেখক | রোমেনা আফাজ |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধারাবাহিক | দস্যু বনহুর |
বিষয় | থ্রিলার / এডভেঞ্চার |
ধরন | গোয়েন্দাগিরি / দুঃসাহসিক |
প্রকাশক | সালমা বুক ডিপো |
সহায়ক চরিত্রসমূহ
সম্পাদনাদস্যু বনহুরের সহায়ক চরিত্র হিসেবে রয়েছে রহমান ও কায়েস, তাঁরা একাধারে বনহুরের বন্ধু ও সহযোদ্ধা ছিলেন। তাঁর দু'জন স্ত্রী ছিলো একজন জঙ্গলে অন্যজন শহরে; শহুরে স্ত্রীর নাম মনিরা ও অপরজনের নাম নূরী। মনিরার গর্ভে দস্যু বনহুরে বড় ছেলে "নুরুজ্জামান নূর" এর জন্ম, যে পরবর্তীতে দেশের সৎ ও সাহসী ডিটেকটিভ হিসেবে পরিচয় লাভ করে। নূরীর গর্ভে "জাভেদ" নামে তার একটি ছেলের জন্ম হয়, যে পিতার মতই দস্যুতা করতে ভালবাসে।
"কালু খাঁ" যাঁকে দস্যু বনহুর বাপু বলে সম্বোধন করতেন, কালু খাঁ ছিলেন একজন প্রখর বুদ্ধিসম্পন্ন ডাকাত সর্দার। একদিন তিনি ছোট্ট মনিরকে কুঁড়িয়ে পান ও পরবর্তিতে তাঁকে "দস্যু বনহুর" রুপে গড়ে তোলেন।
দস্যু বনহুর সিরিজে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে "আশা" নামের চরিত্রটিকে ধারণা করা হয় এই সিরিজের সবচেয়ে রহস্যময়। এছাড়া "দস্যু রানী" নামের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যিনি "আহাদ" নামের একজন নাম করা ডিটেকটিভের স্ত্রী।
কাহিনী সংগ্রহ
সম্পাদনাইতিহাস
সম্পাদনানামকরণ
সম্পাদনাবিভিন্ন মাধ্যমে দস্যু বনহুর
সম্পাদনাচলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিটির নাম ছিলো "দস্যু বনহুর"। ছবিটিতে "দস্যু বনহুর" চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক সোহেল রানা। এতে আরও অভিনয় করেন প্রয়াত চিত্রনায়ক জসিম। ছবিটির "ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়" গানটি দারুন জনপ্রিয়তা পায়।
সমালোচনা
সম্পাদনাবইয়ের তালিকা
সম্পাদনা- দস্যু বনহুর
- দস্যু বনহুরের নতুন রুপ
- সৈনিক বেশে দস্যু বনহুর
- নাথুরামের কবলে মনিরা
- দুর্ধর্ষ দস্যু বনহুর
- ছায়ামূর্তি
- মনিরা ও দস্যু বনহুর
- সাগরতলে দস্যু বনহুর
- সর্বহারা মনিরা
- ঝিল শহরে দস্যু বনহুর
- ঝিন্দের রানী
- দস্যু দুহিতা
- বন্দিনী
- মায়াচক্র
- চিত্রনায়ক দস্যু বনহুর
- কান্দাইয়ের পথে দস্যু বনহুর
- বন্দী বনহুর
- দস্যু বনহুরের মৃত্যুদন্ড
- অন্ধ মনিরা
- প্রেত, আত্মা
- মৃত্যুর কবলে নূরী
- বনহুরের অন্তর্ধান
- আফ্রিকার জঙ্গলে দস্যু বনহুর
- বাংলাদেশে দস্যু বনহুর
- বন্ধনহীন দস্যু বনহুর
- দিল্লীর বুকে দস্যু বনহুর
- রাত্রী ভয়ঙ্কর
- প্রতিধ্বনি
- সাপুড়ে সসর্দার
- নাবিক দস্যু বনহুর
- ফৌজিন্দিয়া দ্বীপ
- আস্তানায় দস্যু বনহুর
- ঝাম জঙ্গলে দস্যু বনহুর
- ধূমকেতু
- সুন্দরবনের অন্তরালে
- ঢাকায় দস্যু বনহুর
- গুপ্ত রহস্য
- কিউকিলা ও দস্যু বনহুর
- ইরান সাগরে দস্যু বনহুর
- দস্যু বনহুর ও রানী দুর্গেশ্বরী
- দুর্গেশ্বরীর জীবন্ত সমাধি
- দস্যু বনহুর ও নিশাচর
- নাগরিক দস্যু বনহুর
- কাপালিক ও দস্যু বনহুর
- কান্দাই রহস্য
- কস্তুরীবাঈ
- পাতালপুরীতে দস্যু বনহুর
- কে এই নারী?
- নির্জন বাংলোর অভ্যন্তরে
- মৃত্যু-বিভীষিকা
- নীল দ্বীপের রানী
- নূরীর সন্ধানে
- জংলী মেয়ে
- নীল পাথর-১
- নীল পাথর-২
- বন্ধ্যা জঙ্গলে দস্যু বনহুর
- স্বাধীন বাংলায় দস্যু বনহুর
- পাকিস্তানে দস্যু বনহুর
- যমদূত ও দস্যু বনহুর
- হীরাঝিল
- ফাংহায় দস্যু বনহুর
- অশরীরী আত্মা
- বিদেশী ঘাটির সন্ধানে
- জংঙ্গল বাড়ি ঘাটি
- দস্যু বনহুর ও হামবার্ট
- জিহাংহায় দস্যু বনহুর
- চীন প্রাচীরের অভ্যন্তরে
- সাইক্লোনের কবলে দস্যু বনহুর
- চোরাবালি
- লাল চিঠি
- দস্যু বনহুর ও মিঃ হিলালী
- রক্তের নেশা
- অট্টহাসি
- দস্যু রানীর কবলে দস্যু বনহুর
- কুহেলিকা
- নাচের পুতুল-১
- নাচের পুতুল-২
- নাচের পুতুল-৩
- নাচের পুতুল-৪
- স্বর্নগুহা
- প্লাবন
- জীবন্ত কঙ্কাল
- রহস্যময়ী নারী
- অদৃশ্য দুটি হাত
- হত্যা রহস্য
- নীল সাগর
- ঘোলা জল
- রহস্য গুহা
- খোন্দকার বাড়ী
- গর্জিলা ও দস্যু বনহুর
- কালো মেঘ
- নররাক্ষস ও দস্যু বনহুর
- কে এই নররাক্ষস?
- দস্যু বনহুর ও মিস লুনা
- ক্যারিলং ও দস্যু বনহুর
- মুখোশের অন্তরালে
- মঙ্গল গ্রহের রহস্য
- অজানা দেশে
- তীরফলকের গভীর রহস্য
- সুড়ঙ্গের অভ্যন্তরে
- দস্যু জাভেদ
- মহাচক্র
- দস্যু বনহুর ও নিশো
- নূপুরের ঝংকার
- বনহুর ও হাঙ্গেরী কারাগার
- ভৌতিক গহ্বর
- ভৌতিক গহ্বরে মৃত্যুদূত
- মঙ্গল গ্রহে
- রুপালী সূর্য
- দস্যু বনহুর ও দস্যুরানী
- নরকঙ্কাল
- মায়ামৃগ
- মণিষা দ্বীপ
- মণিষা দ্বীপের গহ্বরে
- বনহুর ও জলদস্যু
- কুচক্রীর কবলে দস্যু বনহুর
- রক্তপায়ী বাদুড় ও দস্যু বনহুর
- করাল থাবা
- হিমাগারে দস্যু বনহুর
- মৃত্যুকূপে দস্যু বনহুর
- অন্ধকারের আতঙ্ক
- হাংহার রহস্য
- ষড়যন্ত্রের খপ্পরে দস্যু বনহুর
- মনিরার মুক্তি
- দুধর্ষ জাভেদ
- জাভেদ ও নরখাদক
- বিস্ময়কর গুহা
- বনহুর ও মাদাম বাঈ
- বনহুর ও মাদাম বাঈ-২
- আরাকানে দস্যু বনহুর
- লীলা নাগের হীরক হাড়
- পিরামিডের অভ্যন্তরে-১
- পিরামিডের অভ্যন্তরে-২
- ঈগলের গহ্বরে বনহুর
- লৌহমানব ও বনহুর
- হীরা ঝিলের গহ্বরে
- শত্রুর কবলে নূর
- স্বর্ণ সিংহাসন