দলিত মুসলিম
দলিত মুসলিম, যাদের দলিতও বলা হয়, বলতে সে সকল হিন্দু অস্পৃশ্যদের বোঝায়, যারা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে।[১][২][৩]
প্রেক্ষাপট
সম্পাদনারাষ্ট্রবিজ্ঞানী ড. আফতাব আলম বলেছেন:
"কিন্তু বর্ণ ও অস্পৃশ্যতা ভারত ও দক্ষিণ এশিয়ায় বসবাসকারী মুসলমানদের জন্য একটি জীবন্ত বাস্তবতা, সম্প্রদায়টির নিকট সবচেয়ে নিকৃষ্ট গোপনীয়তা হলো এটি।"[১]
যদিও ইসলাম তার সামাজিক গোষ্ঠীদের ক্ষেত্রে সমমাত্রিকতা পোষণ করে, কিন্তু তবুও ভারতীয় মুসলিম সমাজ বর্ণ দ্বারা চিহ্নিত হয়, যেমন- তাদের বৈশিষ্ট্য, বর্ণভিত্তিক সম্প্রদায় (যেমন- জাতি, বিরাদেরি ইত্যাদি)। ইসলামে ধর্মান্তরিত হওয়া সত্ত্বেও, প্রতিটি বর্ণের মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুব কমই পরিবর্তিত হয় এবং তাঁরা তাদের ঐতিহ্যগত পেশার সাথে আবদ্ধ থাকে।[৪][৫][৬][৭]
সংরক্ষণ
সম্পাদনামুসলিম ও খ্রিস্টান দলিত ধর্মান্তরিতরা সংরক্ষণ থেকে বঞ্চিত, যা ভারত সরকারের সংরক্ষণ নীতির অধীনে শুধুমাত্র সেসব দলিতদের জন্য উপলব্ধ, যারা হিন্দু, বৌদ্ধ এবং শিখ ধর্ম অনুসরণ করে। সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন দলিত মুসলমান ও দলিত খ্রিস্টানদের জন্য সংরক্ষণ বাড়ানোর পরামর্শ দিয়েছে।[৮]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Why are many Indian Muslims seen as untouchable?"। সৌতিক বিশ্বাস (ইংরেজি ভাষায়)। বিবিসি। ১০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬।
- ↑ "Dalit Muslims" (ইংরেজি ভাষায়)। আউটলুক। ২০ জুন ২০০২। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬।
- ↑ "Dalit Muslims of India" (ইংরেজি ভাষায়)। আল জাজিরা। ৪ সেপ্টেম্বর ২০১৫। ৩০ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬।
- ↑ টেইলর, ডেভিড (২০১১)। ইসলাম ইন সাউথ এশিয়া, খণ্ড ৩ (ক্রিটিকাল কন্সেপ্ট ইন ইসলামিক স্টাডিজ)। নিউইয়র্ক: রুটলেজ। পৃষ্ঠা ২৯৮। আইএসবিএন 978-0415554725।
- ↑ "Backward Muslims protest denial of burial" (ইংরেজি ভাষায়)। রেডিফ.কম। ৬ মার্চ ২০০৩। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬।
- ↑ "The 'Dalit Muslims' And The All-India Backward Muslim Morcha"। যোগীন্দার সিকান্দ (ইংরেজি ভাষায়)। কাউন্টার কারেন্ট্স। ২০ সেপ্টেম্বর ২০০৩। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬।
- ↑ সন্তোষ ভারতীয়া (১ সেপ্টেম্বর ২০০৮)। দলিত অ্যান্ড মাইনোরিটি ইম্পাওয়ারমেন্ট। রাজকমল প্রকাশন। পৃষ্ঠা ৩২৬। আইএসবিএন 978-81-267-1599-2। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬।
- ↑ "SC status for Dalit Muslims, Dalit Christians favoured" (ইংরেজি ভাষায়)। দ্য হিন্দু। ৫ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- Dalit Muslims of India, আল জাজিরা অনুসন্ধান (ইংরেজি ভাষায়)