দনু (সংস্কৃত: दनु) ঋগ্বেদ অনুসারে দানবদের জননী। দনু শব্দটি সেই আদিম জলের বর্ণনা দেয় যা এই দেবতা সম্ভবত মূর্ত করেছেন (ঋগ্বেদে (১.৩২.৯), তাকে বৃত্রের মা হিসেবে চিহ্নিত করা হয়েছে, ইন্দ্র কর্তৃক নিহত রাক্ষসী সর্প।[] পুরাণে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রজাপতি দক্ষ ও পাঞ্চজনীর কন্যা এবং ঋষি কশ্যপের সহধর্মিণী।[]

দনু
পরিবারপ্রজাপতি দক্ষ — পিতা
পাঞ্চজনী — মা
দাম্পত্য সঙ্গীকশ্যপ
সন্তানবিপ্রচিত্তি, হায়গ্রীব, সম্ভার, নমুচি, পোলোমান, কপাটা, কুপাতা, অসিলোমান, কেশি, দুর্জয়া, অয়াশিরাস, অশ্বশিরাস, অশ্বশঙ্কু, গগনমর্ধন, ভেগাবত, কেতুমত, স্বরভানু, অশ্ব, অশ্বপতি, বৃষপার্বণ, অজক, সুপদা, তুষাক, তুষার, তুষার, তুষার। একচক্র, বিরূপাক্ষ, মহোদরা, নিচন্দ্র, নিকুম্ভ,সরভা, সুলভা, সূর্য, চন্দ্রমাস (আকাশীয় সূর্য ও চাঁদ নয়) এবং অন্য ছয়জন।

"বৃষ্টি" বা "তরল" এর শব্দ হিসেবে, দনুকে অবেস্তা ভাষায় দনু, "নদী" এবং অন্যান্য নদীর নামের সাথে তুলনা করা হয় যেমন দোন, দানিউবনিপার,  দিনিস্টার ইত্যাদি। নেপালেও দনু নামে একটি নদী রয়েছে। "তরল" শব্দটি বেশিরভাগই নিরপেক্ষ, কিন্তু ঋগ্বেদ ১.৫৪.-এ মেয়েলি হিসেবে দেখা যায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kinsley, David (1987, reprint 2005). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition, Delhi: Motilal Banarsidass, আইএসবিএন ৮১-২০৮-০৩৯৪-৯. p. 16.
  2. The European discovery of India; key indological sources of romanticism. Ganesha Publishing. "Danu, d. of Daksha, w. of Kasyapa.”