থেওদোরোস "থেও" আঙ্গেলোপুলোস (গ্রিক: Θεόδωρος Αγγελόπουλος; ২৭শে এপ্রিল, ১৯৩৫ – ২৪শে জানুয়ারি, ২০১২) গ্রিক চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র প্রযোজক। তিনি ১৯৭৫ সালের পর থেকে গ্রিক শৈল্পিক চলচ্চিত্র শিল্পজগতে প্রাধান্য বিস্তার করেন।[] গ্রিসের বাইরেও তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ব্যাপকভাবে সম্মানিত চলচ্চিত্র নির্মাতাদের একজন ছিলেন।[][][] তিনি ১৯৬৭ সালে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। ১৯৭০-এর দশকে তিনি আধুনিক গ্রিসের উপরে ধারাবাহিকভাবে কয়েকটি রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করেন।

থেও আঙ্গেলোপুলোস
২০০৯ সালে গ্রিসের অ্যাথেন্সে আঙ্গেলোপুলোস তাঁর চলচ্চিত্র দ্য ডাস্ট অভ টাইম নিয়ে আলোচনা করছেন।
জন্ম
থেওদোরোস আঙ্গেলোপুলোস

(১৯৩৫-০৪-২৭)২৭ এপ্রিল ১৯৩৫
মৃত্যু২৪ জানুয়ারি ২০১২(2012-01-24) (বয়স ৭৬)
মাতৃশিক্ষায়তন
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৬৫–২০১২
দাম্পত্য সঙ্গীPhoebe Economopoulou (1980–2012; his death)
সন্তান3
পিতা-মাতা
  • Spyros Angelopoulos (পিতা)
পুরস্কারপাল্ম দর (১৯৯৮)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্করসেজি বলেছেন যে আঙ্গেলোপুলোস একজন ওস্তাদ চলচ্চিত্র নির্মাতা। অতিসূক্ষ্ম নড়াচড়া, দূরত্বের সূক্ষ্ম পরিবর্তন, দীর্ঘ দৃশ্যগ্রহণ ও জটিল, সাবধানে নির্মিত দৃশ্য হল তার চলচ্চিত্রগুলির কিছু বৈশিষ্ট্য। তাঁর চলচ্চিত্র নির্মাণ পদ্ধতিকে প্রায়শই "নিরন্তর প্রবাহের ন্যায়" ও "সম্মোহক" হিসেবে বর্ণনা করা হয়েছে।[][] আঙ্গেলোপুলোস বলেছেন যে তাঁর দৃশ্যগ্রহণে "দেশ-কাল একাকার হয়ে যায়", আর ঘটনা বা সঙ্গীতের ভেতরে যতিগুলি সামগ্রিক আবহ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ।[]

১৯৯৮ সালে তাঁর চলচ্চিত্র ইটার্নিটি অ্যান্ড আ ডে সে বছরের কান চলচ্চিত্র উৎসবের ৫১ তম সংস্করণে পাল্ম দর অর্থাৎ সোনালী পামপাতা জেতে। তাঁর চলচ্চিত্রগুলি বিশ্বের বহু উচ্চমার্গীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে থাকে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Merry 2004, পৃ. 145।
  2. Horton 1999, preface।
  3. Malcolm 2000
  4. Thomson 2002, পৃ. 21–22।
  5. Horton 1999, back cover।
  6. Fainaru 2001, p.87।
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; IMDb-TA-a নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি