থামুরিস
পৌরাণিক চরিত্র
গ্রিক পুরাণে, থামুরিস ছিল ফিলাম্মোন ও নাইয়াদ আর্গিয়োপের পুত্র। সেও ছিল তার পিতার ন্যায় একজন বিখ্যাত গায়ক। সে তার সঙ্গীত-প্রতিভা নিয়ে এতই অহংকারী হয়ে যায় যে সে সঙ্গীত-কলার অধিষ্ঠাত্রী দেবী মিউজদের সাথে এক সঙ্গীত প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। থামুরিস সেই প্রতিযোগিতায় হেরে গেলে মিউজেরা তাকে অন্ধ করে দেয় ও তার কবিতা রচনা করার ক্ষমতা কেড়ে নেয়।
থামুরিস | |
---|---|
পরিচিতির কারণ | সংগীত শিল্পী |
তিনি গ্রীক পৌরাণিক কাহিনীতে হাইসিন্থের প্রেমিক হওয়ার জন্য উল্লেখযোগ্য এবং এইভাবে প্রথম পুরুষ যিনি অন্য একজন পুরুষকে ভালোবাসেন।[১] কিন্তু যখন তার গান দেবতা অ্যাপোলোর কাছ থেকে তার প্রেম জয় করতে ব্যর্থ হয়, তখন তিনি নাইন মিউজকে একটি প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করেন এবং হেরে যান[২]
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাকর্মজীবন
সম্পাদনাপুরস্কার ও সম্মাননা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Apollodorus, 1.3.3
- ↑ "Thamyris | Greek mythology"।
বহি:সংযোগ
সম্পাদনাপুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |