থানা ভবন
ভারতের উত্তরপ্রদেশের শামলী জেলার একটি শহর
থানা ভবন ভারতের উত্তরপ্রদেশের শামলী জেলার একটি ছোট শহর। কথিত আছে, দেবী ভবন মন্দিরের নাম থেকে থানা ভবন নামটির উদ্ভব হয়েছে। এটি দিল্লি থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে দিল্লি–সাহারানপুর মহাসড়ক এনএইচ ৭০৯বি-তে অবস্থিত।
থানা ভবন | |
---|---|
শহর | |
মানচিত্রে ভারতের উত্তর প্রদেশে থানা ভবনের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৯°৩৫′ উত্তর ৭৭°২৫′ পূর্ব / ২৯.৫৮৩° উত্তর ৭৭.৪১৭° পূর্ব | |
রাজ্য | উত্তরপ্রদেশ |
জেলা | শামলী |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১২,১১০[১] |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
বর্ণনা
সম্পাদনাএই শহরটি ১৭টি ওয়ার্ডে বিভক্ত। প্রতি পাঁচ বছর পর পর এখানে সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, এখানের জনসংখ্যা ১২,১১০। যার মধ্যে পুরুষ ৬৫৯৪ এবং মহিলা ৫৫১৬। স্বাক্ষরতার হার ৬৬.৮৩%। তফসিলি জাতির সংখ্যা ৮.৪১%।[১] এ শহরের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন আশরাফ আলী থানভী ও ইহতিশামুল হক থানভি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "থানা ভবন শহর"। সেন্সাসইন্ডিয়া২০১১।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |