থাউমাস
গ্রিক পুরাণে, থাউমাস হল ধরিত্রীমাতা গেইয়ার ও পোন্তুসের সন্তান। তিনি ছিলেন গ্রিক আদি দেবতাদের একজন ও একজন প্রাচীন সমুদ্র দেবতা। তিনি এলেক্ত্রা নামে এক ওসেয়ানিদকে বিয়ে করেন এবং এলেক্ত্রার গর্ভে তার ঔরসে ইরিস ও তিনজন হার্পি্য়ার জন্ম হয়।[১]
পুরাকথা
সম্পাদনাহেসিওডের মতে, থাউমাসের স্ত্রী ছিলেন ইলেক্ট্রা (ওশেনিডদের মধ্যে একজন, টাইটান ওশেনাস এবং টেথিসের অনেক কন্যা), তিনি আইরিস (দেবতাদের দূত), আর্কে (পূর্বে টাইটানদের বার্তাবাহক) এবং হারপিস।[২]
থাউমাসের হার্পি কন্যাদের নাম একজন, হেসিওড এবং অ্যাপোলোডোরাস তাদের নামদেন: অ্যালো এবং ওসাইপেট। ভার্জিল, সিলাএনোকে হার্পিদের একজন হিসাবে নাম দিয়েছেন। যদিও হাইজিনাস, ফ্যাবুলে প্রিফেসে থাউমাস এবং ইলেক্ট্রার কন্যা হিসাবে হার্পিস, সেলেনো, ওসাইপেট এবং পোডার্স রয়েছে, ফেবুলে ১৪.১৮-এ, হার্পিদের নাম এলোপাস, সেলেনো এবং ওসাইপেট থাউমাস ও ওজোমেনের কন্যা বলে বলা হয়েছে।[৩][৪]
৪র্থ-৫ম শতাব্দীর শুরুর দিকের কবি ননস থাউমাস এবং ইলেক্ট্রাকে আইরিস এবং হাইডাস্পেস নদী নামে দুটি সন্তান দেন।[৫]
প্লেটো থাউমাসের নামের সাথে θαῦμα ("আশ্চর্য") যুক্ত করেছেন।[৬]
থাউমাসও একজন সেন্টোরের নাম ছিল, যিনি সেন্টারোমাচিতে ল্যাপিথদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।[৭]
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Hesiod, Theogony 233–239.
- ↑ Hesiod, Theogony 265–269, 780–381; also Apollodorus, 1.2.6; Hyginus, Fabulae Preface. Callimachus, Hymn IV: To Delos 67, and Ovid, Metamorphoses 4.479–480, also have Iris as the daughter of Thaumas.
- ↑ Virgil, Aeneid 3 211–212; Servius, On Virgil, Aeneid 3.212.
- ↑ Hyginus, Fabulae 14.18.
- ↑ Nonnus, Dionysiaca 26.358–362.
- ↑ Plato, Theaetetus 155d.
- ↑ Ovid, Metamorphoses 12.303.