থাইরয়েড হরমোন (ইংরেজি: thyroid hormone) বলতে ট্রাই-আয়োডোথাইরোনিন, (T3) এবং থাইরক্সিন, (T4) কে বুঝায়। এরা টাইরোসিন ভিত্তিক হরমোন যা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। T3 ও T4 আংশিকভাবে আয়োডিন দ্বারা তৈরি (আণবিক গঠন দ্রষ্টব্য). আয়োডিনের অভাবে T3 ও T4 -এর উৎপাদন কমে যায় এবং থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গলগণ্ড রোগ সৃষ্টি করে। থাইরয়েড হরমোনগুলোর মধ্যে থাইরক্সিন(T4)-এর পরিমাণ ও অর্ধায়ু T3 -এর চেয়ে বেশি।[১] মানব রক্তে T4 ও T3 এর অনুপাত ১৪:১ থেকে ২০:১ এর মধ্যে অবস্থান করে। T4 কোষের মধ্যে ডি-আয়োডিনেশনের মাধ্যমে সক্রিয় T3 -তে রূপান্তরিত হয়।
The structural formula (left) and a space-filling model (right) of (S)-triiodothyronine (T3, also called liothyronine in the pharmaceutical industry)
The structural formula (left) and a space-filling model (right) of (S)-thyroxine (T4.)
মানুষের শরীরে থাইরয়েড গ্রন্থি আয়োডিনকে কাজে লাগিয়ে টাইরোসিন নামের অ্যামিনো এসিডের সাথে যুক্ত হয়ে থাইরক্সিন হরমোন উৎপন্ন করে। এই হরমোনের কাজ নিম্নরূপ;
(১) এই হরমোন দেহের পেশী, অস্থি ইত্যাদি বৃদ্ধিতে সাহায্য করে।
(২) দেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
(৩) এই হরমোনের প্রভাবে দেহে তাপ উৎপন্ন হয়। কোষে অক্সিজেনের চাহিদা বাড়িয়ে মৌল বিপাকীয় হার বৃদ্ধি করে।
(৪) মস্তিষ্কের গঠন এবং কাজে সাহায্য করে।
(৫) হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়াতে সাহায্য করে।
(৬) শিশুদের দেহের গঠন ও বৃদ্ধির জন্য এই হরমোন উল্লেখযোগ্য অবদান রাখে।[৩]