থাইরয়েড পিণ্ড বা থাইরয়েড নোডিউল (ইংরেজি: Thyroid nodule) হচ্ছে এক প্রকার পিণ্ড (টিস্যু বা তরলের উত্থিত অঞ্চল) যা সাধারণত স্বাভাবিক থাইরয়েড গ্রন্থির মধ্যে উত্থিত হয়।[১] এ ধরনের পিণ্ড হাইপারপ্লাস্টিক বা টিউমারঘটিত কারণে হতে পারে। তবে শতকরা অল্প কিছু থাইরয়েড টিউমারম্যালিগন্যান্ট বা ক্যান্সার সৃষ্টিকারী হতে পারে। ছোট, অ্যাসিম্পটোম্যাটিক নোডিউলগুলি বেশ সাধারণ এবং প্রায়শই পরিলক্ষিত হয়।[২] যে পিণ্ডগুলো বড় আকৃতি ধারণ করে উপসর্গ প্রকাশ করা সেগুলোর শেষ পর্যন্ত চিকিৎসা করার প্রয়োজন হয়। গলগন্ড, যা থাইরয়েড পিণ্ডের কারণে সৃষ্ট একটি রোগ তা একক পিণ্ড (বা ইউনিনোডিউলার), একাধিক পিণ্ড (বা মাল্টিনোডিউলার), বা পরিব্যপ্তিক (বা চারিদিকে ছড়িয়ে পড়া) হতে পারে।