থাইকম
থাইকম পাবলিক কোম্পানি লিমিটেড ১৯৯১ সালে প্রতিষ্ঠিত একটি এশিয়ান উপগ্রহ পরিচালক এবং উপগ্রহ এবং টেলিযোগাযোগ সেবা সরবরাহকারী সংস্থা। সংস্থাটি এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকা জুড়ে বর্তমানে চারটি উপগ্রহের বহর পরিচালনা করে। থাইকম হ'ল থাইল্যান্ডের বৃহত্তম টেলিযোগযোগ সংস্থা ইন্টাচ হোল্ডিংস পাবলিক কোম্পানি লিমিটেডের একটি সহায়ক সংস্থা।
ধরন | টেলিযোগাযোগ পরিসেবা সরবরাহকারী |
---|---|
আইএসআইএন | TH0380010Y15 |
প্রতিষ্ঠাকাল | ৭ নভেম্বর ১৯৯১ |
প্রতিষ্ঠাতা | থাকসিন সিনাওয়াত্রা |
সদরদপ্তর | |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাসংস্থার স্যাটেলাইট প্রকল্পটি থাইল্যান্ডের রাজা থাইকম নামকরণ করেছিলেন।
ব্যাংকক, থাইল্যান্ড ভিত্তিক সিনাওয়াত্রা কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস কোং লিমিটেড (বর্তমানে ইনটাচ হোল্ডিংস পিএলসি) ১৯৯১ সালে থাইল্যান্ডের প্রথম যোগাযোগ উপগ্রহ নির্মাণের জন্য হিউজ স্পেস অ্যান্ড কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের সাথে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করে। ১৯৯১ সালে থাইল্যান্ডের প্রথম যোগাযোগ উপগ্রহ নির্মাণ করা হয়। থাইকম ১ ১৯৯৩ সালের ১৮ ডিসেম্বর চালু করা হয়। এটি ১২টি সি-ব্যান্ড ট্রান্সপন্ডার বহন করে এবং জাপান থেকে সিঙ্গাপুর পর্যন্ত একটি বৃহৎ এলাকা জুড়ে পরিষেবা প্রদান করে।
কোম্পানিটি ১৮ জানুয়ারি ১৯৯৪ সালে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জে একটি তালিকাভুক্ত কোম্পানি হয়ে ওঠে এবং আনুষ্ঠানিকভাবে টিএইচকম (THCOM) কে প্রতীক হিসাবে ট্রেড করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে, সংস্থাটি ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা অন্তর্ভুক্ত করার জন্য তার ব্যবসায়িক কার্যক্রম প্রসারিত করেছে পাশাপাশি ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) স্যাটেলাইট টিভি পরিষেবাঅন্তর্ভুক্ত করেছে। ৩১ ডিসেম্বর ২০১১ পর্যন্ত, ইনটাচ, যা কোম্পানির প্রধান শেয়ারহোল্ডার, কোম্পানির ৪১.১৪% শেয়ার ধারণ করে।
থাইকম বর্তমানে চারটি উপগ্রহ পরিচালনা করে। সংস্থাটি থাইল্যান্ডের নোন্থাবুরিতে স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্র এবং থাইল্যান্ডের লাট লুম গাওতে একটি টেলিপোর্ট এবং ডিটিএইচ সেন্টার সহ স্যাটেলাইট গ্রাউন্ড সুবিধাও পরিচালনা করে।
উৎক্ষেপণের ইতিহাস
সম্পাদনাউপগ্রহ | প্রস্তুতকারক | উৎক্ষেপণের সময় ইউটিসি |
রকেট | লঞ্চ সাইট | ঠিকাদার | দ্রাঘিমাংশ | স্থিতি | তথ্যসূত্র |
থাইকম ১ | হিউজ স্পেস এয়ারক্রাফ্ট | 18 ডিসেম্বর 1993 | আরিয়েন ৪ (৪৪ এল) | কুরুউ ইএলএ-২ | আরিয়েনস্পেস | ৭৮.৫° পূর্ব | অবসরপ্রাপ্ত | |
থাইকোম ২ | হিউজ স্পেস এয়ারক্রাফ্ট | 8 অক্টোবর 1994 | আরিয়েন ৪ (৪৪ এল) | কুরুউ ইএলএ -২ | আরিয়েনস্পেস | ৭৮.৫° পূর্ব | অবসরপ্রাপ্ত | |
থাইকোম ৩ | অ্যারোস্প্যাটিয়েল এখন থলেস অ্যালেনিয়া স্পেস |
16 এপ্রিল ১৯৯৭ | আরিয়েন ৪ (৪৪ এলপি) | কুরুউ ইএলএ -২ | আরিয়েনস্পেস | ৭৮.৫° পূর্ব | অবসরপ্রাপ্ত (২ অক্টোবর ২০০৬) | |
থাইকম ৪ (আইপিএসটিআর) | স্পেস সিস্টেম / লোরাল, মার্কিন যুক্তরাষ্ট্র | ১১ আগস্ট ২০০৫ | আরিয়েন ৫ ইজিএস | কুরুউ ইএলএ -৩ | আরিয়েনস্পেস | ১১৯.৫° পূর্ব | পরিষেবায় ব্যবহৃত | [১] |
থাইকম ৫ | আলকাটেল অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স | ২৭ মে ২০০৬ | আরিয়েন ৫ ইসিএ | কুরুউ ইএলএ -৩ | আরিয়েনস্পেস | ৭৮.৫° পূর্ব | অবসরপ্রাপ্ত | [২] |
থাইকম ৬ | অরবিটাথোইকমন্সেস কর্পোরেশন | 6 জানুয়ারি 2014 | ফ্যালকন ৯ ভি ১.১ | কেপ ক্যানভেরাল এসএলসি -৪০ | স্পেসএক্স | ৭৮.৫° পূর্ব | পরিষেবায় ব্যবহৃত | [৩] |
থাইকম ৭ (এশিয়াস্যাট ৬) | স্পেস সিস্টেম / লোরাল, মার্কিন যুক্তরাষ্ট্র | ৭ সেপ্টেম্বর ২০১৪ | ফ্যালকন ৯ ভি ১.১ | কেপ ক্যানভেরাল এসএলসি -৪০ | স্পেসএক্স | ১২০ ° পূর্ব | পরিষেবায় ব্যবহৃত | [৪] |
থাইকম ৮ | অরবিটাল এটি.কে. | ২৭ মে ২০১৬ | ফ্যালকন ৯ এফটি | কেপ ক্যানভেরাল এসএলসি -৪০ | স্পেসএক্স | ৭৮.৫° পূর্ব | পরিষেবায় ব্যবহৃত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Thaicom 4"। Satellites। Thaicom Public Company Limited। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৪।
- ↑ "Thaicom 5"। Satellites। Thaicom Public Company Limited। ২১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৪।
- ↑ "Thaicom 6"। Satellites। Thaicom Public Company Limited। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৪।
- ↑ "Thaicom 7"। Satellites। Thaicom Public Company Limited। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৪।