ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়
ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত একটি বালিকা বিদ্যালয়।
ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৪°৩৫′০২″ উত্তর ৯০°২৩′২১″ পূর্ব / ২৪.৫৮৩৮৭৪৩° উত্তর ৯০.৩৮৯১৮৩° পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১ জানুয়ারি ১৯৬৭[১] |
অবস্থা | সক্রিয় |
প্রধান শিক্ষক | মোঃ রফিকুল ইসলাম |
অনুষদ | ৩ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)[১] |
শ্রেণি | ৬ষ্ঠ - ১০ম[১] |
লিঙ্গ | বালিকা[১] |
ভাষা | বাংলা |
ক্যাম্পাস | ত্রিশাল[২], ময়মনসিংহ, বাংলাদেশ |
ক্যাম্পাসের ধরন | বেসরকারি (এম.পি.ও ভুক্ত)[১] |
রং |
|
শিক্ষা বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ |
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পৌরসভায় অবস্থিত।[২]
বিদ্যালয়ের বিভিন্ন সংকেতলিপি
সম্পাদনাঅবকাঠামো
সম্পাদনাইতিহাস
সম্পাদনাকবি কাজী নজরুল ইসলামের নামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো।[৩] ১৯৬৭ সালের পহেলা জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১]
শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ
সম্পাদনামূলত এই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার সুযোগ রয়েছে।
- ৬ষ্ঠ শ্রেণি ; শাখা - ক,খ, গ
- ৭ম শ্রেণি ; শাখা - ক,খ, গ
- ৮ম শ্রেণি ; শাখা - ক,খ, গ
- ৯ম-১০ম শ্রেণি ; বিভাগ - বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা
ভর্তি
সম্পাদনাএই বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। সাধারণত জানুয়ারীতেই এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিফর্ম ড্রেস
সম্পাদনা- সবুজ সালোয়ার কামিজ
- সাদা পায়জামা
- সবুজ ওড়না ও বেল্ট
- সবুজ এপ্রন (ঐচ্ছিক)
- সাদা মোজা ও জুতা (সু বা কেডস)
খেলাধুলা ও সহপাঠ্যকর্ম
সম্পাদনাবিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষাসহায়ক পাঠক্রম রয়েছে এবং প্রতি সপ্তাহে একটি পি.টি. ক্লাস বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ নানা আয়োজনে ব্যবহৃত হয়।
বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড
সম্পাদনাবছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। ২০১৭ সালে বিদ্যালয়টি ৫০ বছর পূর্তি উৎসব পালন করে।[৪] শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান ছাত্র-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনাএই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "Trishal Nazrul Girls High School"। sohopathi.com। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০।
- ↑ ক খ "ত্রিশাল উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০।
- ↑ "জাতীয় কবির স্মৃতি বিজরিত নজরুলময় ত্রিশাল"। trishalbartaonline.com। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সাংস্কুতিক অনুষ্ঠান"। bhaluka24.net। ৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭।