ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড (কীর্তিপুর ক্রিকেট স্টেডিয়াম বা টিইউ ক্রিকেট গ্রাউন্ড) কাঠমান্ডু শহরের কাছে কীর্তিপুরে অবস্থিত।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড
কীর্তিপুর ক্রিকেট স্টেডিয়াম
ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানকীর্তিপুর, নেপাল
দেশনেপাল
স্থানাঙ্ক২৭°৪৯′৪১″ উত্তর ৮৫°১৭′২৫″ পূর্ব / ২৭.৮২৮০৬° উত্তর ৮৫.২৯০২৮° পূর্ব / 27.82806; 85.29028
প্রতিষ্ঠা১৯৯৮
ধারণক্ষমতা২০,০০০
স্বত্ত্বাধিকারীত্রিভূবন বিশ্ববিদ্যালয়
পরিচালকক্রিকেট এ্যাসোসিয়েশন অফ নেপাল
ভাড়াটেনেপাল জাতীয় ক্রিকেট দল
নেপাল জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
প্রান্তসমূহ
প্যাভিলিয়ন ইন্ড
ছোবার ইন্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
ঘরোয়া দলের তথ্য
নেপাল জাতীয় ক্রিকেট দল (১৯৯৮ -)
জুলাই ১৯, ২০১৪ অনুযায়ী
উৎস: Ground profile

ইতিহাস

সম্পাদনা

১৯৯৮ সালে এসিসি ট্রফিতে বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচের মাধ্যমে এই মাঠে স্বীকৃত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।[] নেপাল ২০০৪ সালে ইন্টার কন্টিনেন্টাল কাপে মালয়শিয়ার বিপক্ষে এই মাঠে প্রথম প্রথম শ্রেনীর ম্যাচ খেলে। ২০০৫ সালে হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেপালের আরো ২ টি ১ম শ্রেনীর ম্যাচ অনুষ্ঠিত হয় এই মাঠে।[] এই মাঠে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ২০১০ বিশ্ব ক্রিকেট লিগ ডিভিশন ৫ এবং ২০১৫-১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ অন্যতম। এছাড়াও এই মাঠ সফলভাবে ২০১৭ এভারেস্ট প্রিমিয়ার লিগ, ২০১৬ এভারেস্ট প্রিমিয়ার লিগ, ২০১৬ রাশলান কাপ, ২০১৭ রাশরান কাপ আয়োজন করে।

সংস্কার

সম্পাদনা

২০১৫ সালে নেপালে ভুমিকম্পের ফলে টিইউ ক্রিকেট গ্রাউন্ড ক্ষতিগ্রস্ত হয়। ক্রিকেট এ্যাসোসিয়েশন অফ নেপাল পরবর্তিতে এই মাঠের পুনঃসংস্কার করে।

তথ্যসূত্র

সম্পাদনা