ত্রিপুরার জেলাসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

ত্রিপুরা হচ্ছে ভারতের একটি প্রদেশ যার সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং ভারতের অসমমিজোরাম প্রদেশের সাথে। এটি হচ্ছে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম প্রদেশ[] এটি ১৯৪৯ পর্যন্ত রাজতন্ত্র শাসিত রাজ্য ছিলো। এই প্রদেশের আয়তন ১০,৪৯১ বর্গকিলোমিটার (৪,০৫১ বর্গমাইল)। ত্রিপুরা বর্তমানে আটটি জেলায় বিভক্ত। জেলাগুলি রাজ্যের প্রশাসনিক ও গঠনগত একক।

ত্রিপুরার আটটি জেলা

জনসংখ্যা

সম্পাদনা

ত্রিপুরার জেলাসমূহের জনসংখ্যা ও অন্যান্য তথ্য জেলাসমূহের আকার অনুসারে ক্রমান্বয়ে দেয়া হয়েছে।[][] (যেসব তথ্য এখানে দেয়া হয়েছে সেগুলো ২০১১ সালের আদমশুমারি থেকে নেয়া হয়েছে। নতুন চারটি জেলা ২০১২ সালে গঠন করা হয়েছে, ফলে সেই চারটির তথ্য ২০১২ সালের।)

মানচিত্র জেলা ক্ষেত্রফল (কিমি) জনসংখ্যা বৃদ্ধির হার লিঙ্গানুপাত সাক্ষরতা জনঘনত্ব (প্রতি কিমি)
  ধলাই ২৪০০ ৩,৭৭,৯৮৮ ১২.৫৭ ৯৪৫ ৮৬.৮২ ১৫৭
  দক্ষিণ ত্রিপুরা ১৫৩৪.২ ৪,৩৩,৭৩৭ ১৪.১৫ ৯৫৬ ৮৫.০৯ ২৮৩
  গোমতী ১৫২২.৮ ৪,৩৬,৮৬৮ ১৪.১৫ ৯৫৯ ৮৬.১৯ ২৮৭
  উত্তর ত্রিপুরা ১৪৪৪.৫ ৪,১৫,৯৪৬ ১৭.৪৪ ৯৬৮ ৮৮.৭৭ ২৮৮
  সিপাহীজলা ১০৪৪.৭৮ ৪,৮৪,২৩৩ ১৪.১৫ ৯৫২ ৮৪.১৪ ৪৬৩
  খোয়াই ১০০৫.৬৭ ৩,২৭,৩৯১ ১৪.১৫ ৯৬১ ৮৮.৩৭ ৩২৬
  পশ্চিম ত্রিপুরা ৯৪২.৫৫ ৯,১৭,৫৩৪ ১২.৫৭ ৯৭২ ৯১.৬৯ ৯৭৩
ঊনকোটি ৫৯১.৯৩ ২,৭৭,৩৩৫ ১০.৮৫ ৯৬৬ ৮৭.৫৮ ৪৬৯

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা