ত্রিপুরার জেলাসমূহের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
ত্রিপুরা হচ্ছে ভারতের একটি প্রদেশ যার সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং ভারতের অসম ও মিজোরাম প্রদেশের সাথে। এটি হচ্ছে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম প্রদেশ[১] এটি ১৯৪৯ পর্যন্ত রাজতন্ত্র শাসিত রাজ্য ছিলো। এই প্রদেশের আয়তন ১০,৪৯১ বর্গকিলোমিটার (৪,০৫১ বর্গমাইল)। ত্রিপুরা বর্তমানে আটটি জেলায় বিভক্ত। জেলাগুলি রাজ্যের প্রশাসনিক ও গঠনগত একক।
জনসংখ্যা
সম্পাদনাত্রিপুরার জেলাসমূহের জনসংখ্যা ও অন্যান্য তথ্য জেলাসমূহের আকার অনুসারে ক্রমান্বয়ে দেয়া হয়েছে।[২][২] (যেসব তথ্য এখানে দেয়া হয়েছে সেগুলো ২০১১ সালের আদমশুমারি থেকে নেয়া হয়েছে। নতুন চারটি জেলা ২০১২ সালে গঠন করা হয়েছে, ফলে সেই চারটির তথ্য ২০১২ সালের।)
মানচিত্র | জেলা | ক্ষেত্রফল (কিমি২) | জনসংখ্যা | বৃদ্ধির হার | লিঙ্গানুপাত | সাক্ষরতা | জনঘনত্ব (প্রতি কিমি২) |
---|---|---|---|---|---|---|---|
ধলাই | ২৪০০ | ৩,৭৭,৯৮৮ | ১২.৫৭ | ৯৪৫ | ৮৬.৮২ | ১৫৭ | |
দক্ষিণ ত্রিপুরা | ১৫৩৪.২ | ৪,৩৩,৭৩৭ | ১৪.১৫ | ৯৫৬ | ৮৫.০৯ | ২৮৩ | |
গোমতী | ১৫২২.৮ | ৪,৩৬,৮৬৮ | ১৪.১৫ | ৯৫৯ | ৮৬.১৯ | ২৮৭ | |
উত্তর ত্রিপুরা | ১৪৪৪.৫ | ৪,১৫,৯৪৬ | ১৭.৪৪ | ৯৬৮ | ৮৮.৭৭ | ২৮৮ | |
সিপাহীজলা | ১০৪৪.৭৮ | ৪,৮৪,২৩৩ | ১৪.১৫ | ৯৫২ | ৮৪.১৪ | ৪৬৩ | |
খোয়াই | ১০০৫.৬৭ | ৩,২৭,৩৯১ | ১৪.১৫ | ৯৬১ | ৮৮.৩৭ | ৩২৬ | |
পশ্চিম ত্রিপুরা | ৯৪২.৫৫ | ৯,১৭,৫৩৪ | ১২.৫৭ | ৯৭২ | ৯১.৬৯ | ৯৭৩ | |
ঊনকোটি | ৫৯১.৯৩ | ২,৭৭,৩৩৫ | ১০.৮৫ | ৯৬৬ | ৮৭.৫৮ | ৪৬৯ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Tripura the 3rd smallest state in India
- ↑ ক খ http://www.census2011.co.in/census/state/districtlist/tripura.html
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ত্রিপুরার জেলাসমূহের তালিকা সংক্রান্ত মিডিয়া রয়েছে।