ত্ববাকত-ই-নাসিরী
ত্ববাকত-ই-নাসিরী (ফার্সি: طباقت ناصری) সুলতান নাসির উদ্দিনের নামে নামকরণ করা হয়েছে। এটা মিনহাজ-ই-সিরাজ জুজ্জানীর [১] রচিত ফারসি ভাষায় ইসলামী বিশ্বের একটি বিস্তৃত ইতিহাস সমৃদ্ধ বই [১] এবং এটি ১২৬০ সালে সমাপ্ত হয়েছে।[২] ২৩ খণ্ডের সমন্বয়ে এতে সহজ সোজাসাপ্টা ধারায় এটি লিখিত হয়েছে। জুজ্জানী এই বইটি লিখতে বহু বছর উৎসর্গ করেছিলেন এমনকি এতে বহু তথ্য ও তথ্যসূত্র সরবরাহ করেছেন।[৩] যদিও বইয়ের একটি বড় অংশ ঘুরি সাম্রাজ্য নিয়ে বর্ণনা করা হয়েছে, এতে গজনীর ইতিহাসের গজনভি রাজবংশের সেবুক তিগিনের ক্ষমতা গ্রহণের পূর্বসুরী ব্যক্তিদের ইতিহাস রয়েছে। [১]
লেখক | মিনহাজ-ই-সিরাজ |
---|---|
মূল শিরোনাম | طباقت ناصری |
ভাষা | ফার্সি (মূল) |
বিষয় | ঘুরি সাম্রাজ্য, গজনীর ইতিহাস |
ধরন | ইতিহাস |
প্রকাশনার তারিখ | ১২৬০ |
তার তাবকাত ই নাসিরীর সংকলন করার সময়, জুজ্জানী এখন হারিয়ে যাওয়া অন্যান্য বই ব্যবহার করেছেন; যেমনঃ সেবুক তিগিনের শাসনকালের বায়হাকির একটি অংশ, আবুল কাসিম ইমাদির তারিখ-ই মুজাদওয়াল এবং ইবনে হাইসামের কিসাস-ই থানি । [১] মিনহাজ-ই-সিরাজ জুজ্জানী রচিত তাবাকাত " আগামী শতাব্দীতে রাজবংশের ইতিহাসের রচনার সূচনা করেছিল। [২]
টীকা
সম্পাদনা- ↑ ক খ গ ঘ Bosworth 1963।
- ↑ ক খ Siddiqi 2010।
- ↑ Mehta 1986।
তথ্যসূত্র
সম্পাদনা- বসওর্থ, সি. ই. (১৯৬৩)। The Ghaznavids:994-1040। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় প্রেস।
- সিদ্দিকী, ইকতিদার হুসেন (২০১০)। Indo-Persian Historiography Up To The Thirteenth Century। প্রাইমাস বই।
- মেহতা, যশবন্ত লাল (১৯৮৬)। Advanced Study In The History Of Medieval India: (1000-1526)। খণ্ড ১। স্টার্লিং পাবলিশার্স।