তোহো

জাপানী চলচ্চিত্র স্টুডিও
(তোহো কোম্পানি থেকে পুনর্নির্দেশিত)

তোহো কোম্পানি লিমিটেড (東宝株式会社, Tōhō Kabushiki-gaisha)একটি বৃহৎ জাপানী চলচ্চিত্র স্টুডিও। এর সদর দপ্তর টোকিওর চিয়োদাতে। "Hankyu Hanshin Toho Group" এর অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান এটি। পশ্চিমা বিশ্বে এই স্টুডিওটি বহু "দাইকাইজু" (দানবীয় জন্তু) এবং "তোকুসাতসু" (স্পেশাল ইফেক্ট) ছবি নির্মাতা হিসেবে পরিচিত। "Chouseishin" নামক অতিমানব টেলিভিশন সিরিজ, আকিরা কুরোসাওয়ার ছবি এবং "স্টুডিও জিবলি" 'র এনিমে সিরিজগুলো নির্মাণের জন্য এই পরিচিতি প্রকাশ পেয়েছে। এর সবচেয়ে বিখ্যাত এবং বিশ্বনন্দিত সৃষ্টি হচ্ছে গজিরা (Godzilla) যাকে দানবীয় জন্তুর রাজা বলা হয়। এছাড়া তোহোর নির্মাণ সামগ্রীতে রয়েছে বিপুল পরিমাণ এনিমে। তোহো শব্দের অর্থ হচ্ছে "পূর্বাঞ্চলীয় গুপ্তধন"। তোহোর সৃষ্টি করা পাঁচটি দানবীয় জন্তু চরিত্র সকল যুগে নন্দিত হয়ে এসেছে: গজিরা, মসুরা, কিংগু গিদোরা, মেকাগজিরা এবং রাদোন

তোহো কোং লি:
স্থানীয় নাম
東宝株式会社
ধরনPublic
TYO: 9602
আইএসআইএনJP3598600009
শিল্পচলচ্চিত্র, টেলিভিশন
প্রতিষ্ঠাকাল১২ আগস্ট ১৯৩২; ৯২ বছর আগে (1932-08-12) (as Tokyo-Takarazuka Theater Company)
টোকিও, জাপান
প্রতিষ্ঠাতাIchizō Kobayashi
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
Yoshishige Shimatani
(President)
কর্মীসংখ্যা
২০১০+
ওয়েবসাইটtoho.co.jp
Toho

বহিঃসংযোগ

সম্পাদনা